Coochbehar: গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়েছে, বিএসএফকে তীব্র আক্রমণ মমতার

বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিএসএফ। একের পর এক চোখা চোখা মন্তব্যে তিনি সরাসরি বলেন, বিএসএফ ভয় দেখাবে।…

Mamata 3 Coochbehar: গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়েছে, বিএসএফকে তীব্র আক্রমণ মমতার

বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিএসএফ। একের পর এক চোখা চোখা মন্তব্যে তিনি সরাসরি বলেন, বিএসএফ ভয় দেখাবে। ওদের ভয় পাবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারে গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে। তিনি বলেন, বিজেপির মন্ত্রী খুন করিয়ে ঘুরে বেড়ায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন মমতা।তিনি বলেন, বিএসএফ ভয় দেখালে আমাদের জানান।

   

গত কয়েকটি নির্বাচনের সময় বারবার সীমান্তবর্তী জেলা কোচবিহারে বিএসএফের বিরুদ্ধে গ্রামবাসীরা সরব হয়েছেন। অভিযোগ, সীমান্ত পাচার রুখতে গিয়ে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ।

সোমবার পঞ্চায়েত ভোটের প্রচার থেকে বারবার বিএসএফকে নিশানা করছেন তৃণমূল নেত্রী। মনে করা হচ্ছে, কোচবিহার থেকে বাংলাদেশ সীমান্তবর্তী বাকি জেলাগুলিতেও একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ছটি জেলা বাংলাদেশ লাগোয়া। আর দক্ষিণবঙ্গের চারটি জেলার সাথে আছে আন্তর্জাতিক সীমান্ত।

পঞ্চায়েত ভোটের প্রচার কোচবিহারে মমতা বলেন ‘ খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।’