Mohun Bagan: সাদিকুকে টিম পেয়ে সম্ভবত এই ফুটবলারকে বিদায় জানাচ্ছে বাগান

গত ফুটবল মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সেই পারফরম্যান্স এবার ও ধরে রাখতে মরিয়া ম্যানেজমেন্ট। সেজন্য আগত আইএসএল মরশুমের কথা মাথায় রেখে একের…

Puitea

গত ফুটবল মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সেই পারফরম্যান্স এবার ও ধরে রাখতে মরিয়া ম্যানেজমেন্ট। সেজন্য আগত আইএসএল মরশুমের কথা মাথায় রেখে একের পর এক তারকা ফুটবলারদের সই করানোর কাজে নেমে পড়েছে দল। সেইমতো গত কয়েকদিন আগেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের তরুণ প্রতিভাবান ফুটবলার অনিরুদ্ধ থাপা।

এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে গতকাল ঘোষনা করা হয়েছে সাদিকুর নাম। সঙ্গে রয়েছেন জেসন কামিন্সকে মতো বিশ্বকাপ খেলা ফুটবলার। বলতে গেলে এবার সম্পূর্ণ তারকাখচিত দল মাঠে নামাতে চলেছে কলকাতার এই প্রধান। যারফলে, দলে সুযোগ পাওয়ার অনিশ্চয়তা দেখে দল ছাড়ার পরিকল্পনা নিয়েছে একাধিক ফুটবলার।

   

যাদের মধ্যে সব থেকে বেশি উঠে আসছে পুইটিয়ার নাম। আসলে, গতবছর হুয়ান ফেরেন্দোর দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করলে ও এবার অনিরুদ্ধ থাপার সই করার ফলে নিজের অবস্থান কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এই মিজো ফুটবলার। মূলত দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়ার ভাবনা নিয়েই কলকাতা ছাড়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগান দলে যোগ দিয়েছিলেন পুইতিয়া। কয়েকটা ম্যাচে দলের হয়ে নজর কাড়লে ও পরবর্তীতে ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখা দিতে শুরু করে। সেইজন্যই নাকি আসন্ন ফুটবল মরশুমে তাকে রাখা নিয়ে ধোঁয়াশা দেখা দেয় ম্যানেজমেন্টের মধ্যে।

তাই যতদূর খবর, নিজের পুরোনো ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসিতেই নাকি ফিরে যেতে চাইছেন পুইতিয়া। তবে খাতায় কলমে দেখতে হলে আগামী ২০২৬ পর্যন্ত বাগান দলের সঙ্গে চুক্তি রয়েছে এই তারকা ফুটবলারের। কিন্তু এবার নাকি সেই চুক্তি ভেঙে রিলিজ নিতে চাইছেন পুইতিয়া। এখনো পর্যন্ত সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফে সেই সংক্রান্ত কোনো কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে আসন্ন মরশুমের জন্য অন্য কোনো ফুটবল ক্লাবের কাছে লোনে কিংবা নতুন চুক্তিতে ছেড়ে দেওয়ার ভাবনা থাকতে পারে মোহনবাগানের।