তৃণমূলের মতো বাম প্রচার! স্টেশনের গ্রামীণ যাত্রীদের মধ্যে দুর্নীতির তালিকা প্রদান

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। আদালতের নির্দেশে এবং নির্বাচন কমিশনের আদেশে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের…

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। আদালতের নির্দেশে এবং নির্বাচন কমিশনের আদেশে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ। বোঝায় যাচ্ছে গ্রাম বাংলার ভোটের দামামা বেজে গিয়েছে। সব রাজনৈতিক দল ঘুঁটি সাজাতে ব্যস্ত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে শুরু করবেন পঞ্চায়েতের নির্বাচনী প্রচার। পিছিয়ে নেই বামেরাও। এবার গ্রামের ভোটের প্রচার বামেরা করবেন কলকাতাতেও। কলকাতার ৭ টি পয়েন্টে টার্গেট ধরে সোমবার প্রচারে নামলেন বামফ্রন্ট।

   

সোমবার ভোর বেলা কলকাতার ৭ টি পয়েন্টে পৌছে গেলেন সিপিএম-এর কলকাতা জেলা কমিটির সদস্যরা। এছাড়াও ছিল মাইক লাগানো অটো, দলীয় পতাকা। সঙ্গে ছিল লিফলেটও। প্রতিদিন যে লক্ষাধিক মানুষ কাজের জন্য জেলা, মফস্বল এবং শহরতলি থেকে কলকাতায় পা রাখেন, তাদের উদ্দেশেই এই প্রচার। জানা গিয়েছে, এদের মধ্যেই রয়েছেন আসন্ন পঞ্চায়েতের ৫ শতাংশ ভোটার। তারা বাড়িতে সারাদিন থাকেন না। কাকভোরে কলকাতাই তাদের গন্তব্য।

বাড়িতে থাকেননা তাই তাদের কাছে রাজনৈতিক দলের প্রচার গিয়েও পৌছায় না। কলকাতার ৭ টি রেল স্টেশনকে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে। স্টেশনগুলি হল শিয়ালদহ, উল্টোডাঙা, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর এবং দমদম। প্রচারের জন্য ভোর থেকেই শুরু হবে মাইকিং। বামফ্রন্ট বা আইএসএফ বা কংগ্রেসকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রচার করা হবে এই স্টেশনগুলোতে।