Maldah: পাচার করতে গিয়ে চারটি আগ্নেয় অস্ত্র ও গুলিসহ STF-র জালে ১

বীরভূমের বোগটুই-এ অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল, অবৈধভাবে কেউ রাখতে পারবে না আগ্নেয়াস্ত্র। কিন্তু তারপরেও রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র।…

kaliachak-police-station

বীরভূমের বোগটুই-এ অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল, অবৈধভাবে কেউ রাখতে পারবে না আগ্নেয়াস্ত্র। কিন্তু তারপরেও রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবার আন্তঃরাজ্য আগ্নেয় অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল STF। সঙ্গে চারটি আগ্নেয়অস্ত্র। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, খালতিপুর স্টেশন থেকে বিহারের মুঙ্গের বাসিন্দা ওই দুষ্কৃতী গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। এরপরে অভিযুক্তকে এসটিএফ জিআরপির হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, STF গোপন সূত্রে খবর পেয়ে মধুঘাট‌ এলাকায় হানা দিয়েছিল। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র-সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

   

সম্প্রতি এক অভিযুক্তের কাছ থেকে পাইপগান উদ্ধার করেছিল পুলিশ। সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোসাদিক হোসেন। বাড়ি কালিয়াচক থানার মৌসিমপুর‌ এলাকায়। ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জেলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভিন রাজ্যের পাচারকারী।

জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঠিহার- হাওড়া এক্সপ্রেস ট্রেনে হানা দেয় STF। মালদহের খালতিপুর রেল স্টেশনে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটিতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় এক বিহারের বাসিন্দাকে আটক করে। আর তার কাছ থেকেই উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র।