Indian Army : ৮২ বছরের খরা কাটিয়ে দেশীয় প্রযুক্তিতে বাজিমাত ভারতীয় সেনার

প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে AK-47য়ের নাম। প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে এই আগ্নেয়াস্ত্র। সময়ের সঙ্গে তাতেও মরচে ধরতে শুরু করেছিল। ভারতীয় সেনা (Indian Army) দীর্ঘদিন…

Indian Army

প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে AK-47য়ের নাম। প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে এই আগ্নেয়াস্ত্র। সময়ের সঙ্গে তাতেও মরচে ধরতে শুরু করেছিল। ভারতীয় সেনা (Indian Army) দীর্ঘদিন ধরে খুঁজছিল একে-৪৭য়ের বিকল্প। অবশেষে অনুসন্ধান শেষ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। 

শোনা যাচ্ছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করতে পেরেছে ভারত। একেবারে দেশীয় প্রযুক্তিতে। বিদেশ থেকে সরঞ্জাম নিয়ে আসার ঝুটঝামেলা সরিয়ে রেখে সংবাদ শিরোনামে 9mm Machine Pistol। ডিআরডিও এবং ভারতীয় সেনার প্রযুক্তিবিদরা এই অস্ত্র তৈরি করেছেন বলে খবর। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলোচনায় উঠে এসেছিল একে-৪৭। ট্যাঙ্ক কমান্ডার জেনারেল মিখাইল কালাশনিকভ এই বন্দুকের রূপকার। ১৯৪০ সালের আরও এক চর্চিত বন্দুক ইসরাইলের Uzi সাবমিশন গান। 

দুই বন্দুকেরই বয়স হয়েছে। উন্নত হাতিয়ারের যুগ এসে গিয়েছে অচিরেই। ২০১৯ সালে লিউটিম্যান্ট কলোনেল প্রসাদ বিল্পব ঘটাতে চেয়েছিলেন। তিনি তৈরি করেছিলেন ইনসাস রাইফেল। সমস্যা সমাধানে ইনসাস কার্যকর বলে মনে করা হচ্ছিল। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল ইমপোর্টের ক্ষেত্রে। এ-ও এক গুরুতর সমস্যা। তাই জোর দেওয়া হয়েছিল দেশীয় প্রুক্তিতে। যার ফলাফল নাইন এমএম Machine Pistol।