শ্বাসনালীতে নড়াচড়া করছে জ্যান্ত জোঁক, অস্ত্রোপচারে বাঁচলেন মহিলা

শিলিগুড়ি: কাজে গিয়েছিলেন৷ ক্লান্তিতে তেষ্টা পেতেই পাহাড়ি ঝরনার জল পান করেছিলেন৷ এরপর থেকেই কাশি শুরু হয় তাঁর৷ মনে হতে শুরু করে গলায় কফ বা কিছু…

শিলিগুড়ি: কাজে গিয়েছিলেন৷ ক্লান্তিতে তেষ্টা পেতেই পাহাড়ি ঝরনার জল পান করেছিলেন৷ এরপর থেকেই কাশি শুরু হয় তাঁর৷ মনে হতে শুরু করে গলায় কফ বা কিছু আটকে রয়েছে৷ এরপরই শুরু হয় ঘরোয়া টোটকা৷ এইভাবে কেটে যায় ১৫ দিন৷ সমস্যা বাড়তে থাকায় অবশেষে না পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান তিনি৷

সেখানেও কিছু ধরা না পড়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক চিকিৎসকের কাছে৷ তিনি পরীক্ষা করে যা বলেন, তাতে চক্ষু চড়কগাছ মহিলা সহ পরিবারের৷ ওই চিকিৎসক জানান, মহিলার শ্বাসনালীতে নড়াচড়া করছে জ্যান্ত জোঁক৷ ধীরে ধীরে রক্ত শুষে নিচ্ছিল৷ তাই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল ওই মহিলার৷ তেমনি ব্যথা বাড়ছিল গলায়৷ তাই ঢোঁক গিলতে ও খাবার খেতে কষ্ট হচ্ছিল৷

৪০ বছর বয়সী ওই মহিলাকে শিলিগুড়ির চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যেতে বলেন৷ সেখানে তড়িঘড়ি অস্ত্রোপচার করে শ্বাসনালির ভিতরে আটকে থাকা জীবন্ত জোঁক বার করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের এক দল চিকিৎসক৷ নতুন করে প্রাণ ফিরে পেলেন ওই মহিলা৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো বলেন, ‘‘জোঁকটিকে বের করতে ট্রাকিওস্টমি করা হয়৷ এটি করে শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক রাখা হয়৷ গলার একটু নিচের দিকে ফুটো করে ৮ মিলিমিটার ব্যাসের ‘ট্র্যাকিওস্টমি টিউব’ ঢোকানো হয় রোগীর কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালানোর জন্য৷ অস্ত্রোপচার চলার সময়েও রোগী যাতে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়৷ অপারেশনের পর ওই মহিলা স্থিতিশীল আছেন৷’’