DA Protest: ডিএ বিক্ষোভ মঞ্চ সরাল পুলিশ, মমতা সরকারের বিরুদ্ধে সরকারী কর্মীদের ক্ষোভ

কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে বিক্ষোভ মঞ্চ জোর করে খোলার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। এরপরেও খোলা আকাশের নীচে আন্দোলন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। ডিএ ইস্যুতে রাজ্য…

কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে বিক্ষোভ মঞ্চ জোর করে খোলার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। এরপরেও খোলা আকাশের নীচে আন্দোলন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা।

ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরও চড়ছে। এর আগে বিক্ষোভকারীদের তরফে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে বলা হয়েছিল রাজ্য জুড়ে সরকারি কাজ স্তম্ভ হয়ে যাবে।

আন্দোলনতর সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন হয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চের অহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীই কলকাঠি নেড়েছেন। কলকাতা পুলিশের কিছু আধিকারিক সেনাকে দিয়ে এটা করিয়েছেন। শনিবার সেনা আধিকারিক এসে জায়গা ছেড়ে দিতে বলেন। তারা একটি নোটিসও দিয়ে যায়। তখন থেকে কিছু পুলিশ মঞ্চের আশপাশে ঘোরাফেরা করছে। এ ভাবে আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলন চলবে।’

ভাস্কর ঘোষ বলেন, ‘আন্দোলন বা অনশন প্রত্যাহারের কোনও প্রশ্ন নেই। এই সরকার কতটা অমানবিক চা প্রমাণ হয়ে গেল। এতজন মানুষ অনশন করছেন, তার মধ্যেই জোর করে মঞ্চ খুলে নেওয়া হল। তবে অনশন চলবে। যতদিন ডিএ সহ আরও তিন দাবি না মিটছে ততদিন আমাদের অনশন চলবে। প্রয়োজনে রাতভর খোলা আকাশের নিচে বসে থাকব।’