জিতেই হারের কারণ ফাঁস রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর! মমতা-অভিষেকের কৃতিত্ব নিয়েই সন্দেহ?

কথায় বলে আনলাকি থার্টিন, কিন্তু রায়গঞ্জের (Raiganj By Election) ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অন্তত এই কথা বলবে না। কারণ ২০১১ থেকে প্রায় ১৩ বছর পর ২০২৪…

কথায় বলে আনলাকি থার্টিন, কিন্তু রায়গঞ্জের (Raiganj By Election) ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অন্তত এই কথা বলবে না। কারণ ২০১১ থেকে প্রায় ১৩ বছর পর ২০২৪ এ এসে অবশেষে রায়গঞ্জের (Raiganj By Election) জনতার রায় পেল তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে হেরে যাওয়া প্রার্থী কৃষ্ণ কল্যানীকেই আবার উপ নির্বাচনে রায়গঞ্জ থেকে প্রার্থী করে তৃণমূল। আর সেই কৃষ্ণ কল্যানীই এবার তৃণমূলের হেরে জেতা বাজিগর। ৪২ হাজারেরও বেশি মর্জিনে ২০২৪ এর উপ-নির্বাচন (Raiganj By Election) জেতার পরে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী।

লোকসভা ভোটে কেন হার হয়েছিল তৃণমূলের? জয়ের সবুজ আবির মেখে তার কারণ ফাঁস করে দিলেন খোদ তৃণমূলের জয়ী প্রার্থীই । তাঁর মতে লোকসভায় রায়গঞ্জে তৃণমূলের হারের কারণ হল সন্দেশখালি। কৃষ্ণকল্যাণীর পরিষ্কার বক্তব্য, প্রথম দফার নির্বাচনে রায়গঞ্জের ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছিল। আর তার পরবর্তীকালেই নির্বাচন চলাকালীন সন্দেশখালীর একের পর এক স্টিং অপারেশনের ভিডিও সামনে আসে। আর তারই সুফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। যদি রায়গঞ্জের নির্বাচনের আগেই এই স্টিং ভিডিও ফাঁস হয়ে যেত, তাহলে লোকসভাতে রায়গঞ্জ তৃণমূলের দখলেই থাকতো এমনটাই তার বক্তব্য।

   

বাংলার উপনির্বাচনে ‘দলবদলু’দেরই রমরমা! উড়ল সবুজ আবির

যদিও নির্বাচন চলাকালীন সময়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ পরিষ্কারভাবে বলেছিলেন যে সন্দেশখালি সেভাবে ফ্যাক্টর হবে না পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে। রাজ্যের বিরোধী দল বিজেপি লোকসভা ভোটে সন্দেশখালিকে ইস্যু করে এই প্রাথমিকভাবে আক্রমণের ঝড় তুলেছিল। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ একাধিক হেভি ওয়েটের বক্তব্যে নিয়মিত রুটিন করে সন্দেশখালীর জন্য আলাদা যেন সময় ধরে রাখাই ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গেল, সন্দেশখালি যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাট কেন্দ্রেই ব্যাপক জয় পেয়েছে তৃণমূল।

লোকসভা ভোটের মাঝপথে কেঁদেছিলেন, মানিকতলা জিতিয়ে ‘চাণক্য’ সেই কুণালই

কিন্তু হঠাৎ করে বিধানসভার উপনির্বাচনে জয়ের পরে কৃষ্ণ কল্যানীর মুখে এই কথা অনেককেই অবাক করছে। তৃণমূলের এক সাংসদের মতে কৃষ্ণ কল্যাণীর এই বক্তব্য কিন্তু একটা বড় বিতর্কের জন্ম দিল। কোথাও গিয়ে কি অভিষেক-মমতা জুটির সাফল্যের দাবিতেও কি প্রশ্ন তুলল এই বক্তব্য? এমন বিতর্ক উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও চারে চার হওয়ার আনন্দে এই নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইছেন না কেউই। আপাতত উপ নির্বাচনে রাজ্যের বরাবরের ট্রাডিশন কে ধরে রাখল তৃণমূল। রায়গঞ্জের পাশাপাশি মানিকতলা বাগদা এবং রানাঘাট দক্ষিণেও ব্যাপক জয়ে আপাতত খুশির মেজাজ তৃণমূল শিবিরে। সামনেই তৃণমূলের শহীদ দিবস। একুশে জুলাই এর আগে স্বাভাবিকভাবেই দলের নেতা কর্মী সমর্থকরা এই জয়কে একটা বড় উপহার হিসাবেই মনে করছেন।