রাজ্য-ভাগ চেয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় কামতাপুর পিপলস পার্টি

উত্তরবঙ্গ সফরের মাঝেই ফের রাজ্য ভাগের দাবি শুনলেন মুখ্যমন্ত্রী। উড়ে এলো সমালোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই রাজ্য ভাগের দাবি জানাল কেপিপি (Kamatapur People’s Party)। উত্তরবঙ্গ…

Kamatapur People's Party

উত্তরবঙ্গ সফরের মাঝেই ফের রাজ্য ভাগের দাবি শুনলেন মুখ্যমন্ত্রী। উড়ে এলো সমালোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই রাজ্য ভাগের দাবি জানাল কেপিপি (Kamatapur People’s Party)।

উত্তরবঙ্গ সম্পর্কে ধারণা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজবংশী, কামতাপুরী সহ বিভিন্ন জনজাতির কৃষ্টি, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান, রীতিনীতি, সম্পর্কে তেমন ধারনা নেই। উনি রাজ্য ভাগ হতে না দেওয়ার কেউ নন। বুধবার কোচবিহারের মাথাভাঙায় দলীয় এক সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা সভাপতি কংসরাজ বর্মন।

   

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মী সভায় বিচ্ছিন্নবাদী শক্তিগুলিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রক্ত দিয়ে দেব, তবুও রাজ্য ভাগ হতে দেব না।’

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা সভাপতি কংসরাজ বর্মন। পৃথক উত্তরবঙ্গের দাবিতে এর আগে একাধিক বিজেপি নেতাদের সরব।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই গোপন ডেরা থেকে কেএলও প্রধান জীবন সিংহ হুঁশিয়ারি দেয়৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। বলপূর্বক কিছু করতে এলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে দেব। রক্তের বন্যা বইয়ে দেব।