Bengal : ১২৯ বছরের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস বাংলার

১২৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বাংলা (Bengal)। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম নয় ব্যাটারই অর্ধশতরান বা তার থেকে বেশি রান করেন।…

১২৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বাংলা (Bengal)। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম নয় ব্যাটারই অর্ধশতরান বা তার থেকে বেশি রান করেন। তার ফলে বিশ্ব ক্রিকেটে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল বঙ্গ ব্রিগেড।

১৮৯৩ সালে অস্ট্রেলিয়ার একটি দলের আট ব্যাটার ইংল্যান্ডের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত দলের বিরুদ্ধে অর্ধশতরান বা তার বেশি করেছিলেন। কিন্তু সেই দলের পর পর আট ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। বাংলার সায়ন শেখর মণ্ডল অর্ধশতরান করার সঙ্গে সঙ্গে ১২৯ বছরের সেই রেকর্ড ছুঁয়ে ফেলে বাংলা। তবে বাংলার পর পর আট ব্যাটারই অর্ধশতরান বা তার বেশি রান করেন। আকাশের অর্ধশতরানের পর নতুন রেকর্ড এখন অরুণ লালের শিষ্যদের দখলে।

টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে প্রথম দিনই ৪১ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার অভিষেক রামন। তবে অপর ওপেনার তথা বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৬৫ রান। প্রথম দিন শতরান হাঁকিয়ে অপরাজিত ছিলেন সুদীপ ঘরামি। সঙ্গে ক্রিজে ছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় দিন অনুষ্টুপও সেঞ্চুরি পান। ১১৭ রান করেন তিনি। ঘরামি আউট হন ১৮৬ রান করে। সুস্থ হয়ে ব্যাট করতে নামা অভিষেক রামনও দলের হয়ে ৬১ রানের অবদান রাখেন। যেই ব্যাট করতে নেমেছেন, তিনিই ঝাড়খণ্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। ৬৮ রান করেন সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। তবে দ্বিতীয় দিনে অর্ধশতরান করে অপরাজিত ছিলেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ।

বুধবার ‘মন্ত্রীমশায়’ মনোজ ৭৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শাহবাজ করেন ৭৮ রান। এরপর সায়ন মণ্ডল ব্যাট করতে নেমে ৫৩ রানে অপরাজিত থাকেন। আর আকাশ দীপ তো ছিলেন টি-টোয়েন্টি মেজাজে। মাত্র ১৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন এই তরুণ পেসার। একাই আটটি ছক্কা হাঁকান তিনি। অনুকূল রায়কে ওভার বাউন্ডারি মেরে আকাশ অর্ধশতরান পূরণ করার পরই ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা। ৭ উইকেটে ৭৭৩ রানের বিশাল স্কোর খাড়া করে লালজির দল।

জবাবে ব্যাটের পর বল হাতেও দাপট দেখান সায়ন মণ্ডল। ঝাড়খণ্ডের প্রথম তিন ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরান তিনি। যদিও ওপেনার নাজিম সিদ্দিকি (৫৩) অর্ধশতরান করেছেন। এরপর অধিনায়ক সৌরভ তিওয়ারি (৩৩) এবং কুমার কুশাগরাকে সাজঘরের পথ দেখান শাহবাজ। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে ঝাড়খণ্ডের স্কোর ১৩৯। বাংলার থেকে এখনও ৬৩৪ রানে পিছিয়ে তারা।