Kaliyaganj Files: গুলি কে চালাল…কালিয়াগঞ্জ কাণ্ডে বিএসএফকে নিশানা করলেন মমতা

ফের মমতার নিশানায় বিএসএফ। মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliyaganj) গুলিতে যুবকের মৃত্যুর প্রসঙ্গে বলেন, গুলিটা কে চালাল? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?

Mamata Banerjee targets BSF

ফের মমতার নিশানায় বিএসএফ। মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliyaganj) গুলিতে যুবকের মৃত্যুর প্রসঙ্গে বলেন, গুলিটা কে চালাল? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?

তিনি জিজ্ঞেস করেন, এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে? ওরা তো এখন ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে অনেক জায়গায়। অনেক খবর পেয়েছি। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে। এই গ্রামটা কী বিএসএফ সুভারভাইস করে? মুখ্যমন্ত্রী বলেন আমি জিজ্ঞেস করছি এই কারণে কারণ এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালল তা দেখা উচিত।

   

প্রশাসনিক কর্তা বলেন গ্রামের পাশেই বর্ডার রয়েছে। এ কথা শুনে মু়খ্যমন্ত্রী বলেন, তার মানে তোমাদের কাছে যে তথ্য নেই আমার কাছে আছে। পুলিশের কাছে কি কোনও রিপোর্ট থাকে না?

কালিয়াগঞ্জের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পেতে কেন এত দেরি হল সেই প্রশ্নও করতে দেখা যায় মমতাকে। ডিজিকে তিনি বলেন, আইবি স্ট্রং করতে হবে। আপনারা তো তিনটি পড়শি রাজ্যের ডিজির সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যের সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে।