Malbazar Flash Flood: মালবাজারে বিষাদের সকাল, শিশু সহ মৃতের সংখ্যা বৃদ্ধি

বিসর্জনের সময় মাল (Mal River) নদীতে হড়পা বান (Flash Flood) এসেছিল বুধবার রাতে। সেই বানে অনেক নিখোঁজ। বৃহস্পতিবার সকাল হতে মালবাজারের (Malbazar flash flood) ঘাটে…

Malbazar Flash Flood

বিসর্জনের সময় মাল (Mal River) নদীতে হড়পা বান (Flash Flood) এসেছিল বুধবার রাতে। সেই বানে অনেক নিখোঁজ। বৃহস্পতিবার সকাল হতে মালবাজারের (Malbazar flash flood) ঘাটে আতঙ্কের আরও এক দৃশ্য। নিখোঁজদের সন্ধান পেতে মরিয়া চেষ্টা চলছে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রশাসন সূত্রে খবর, সকাল ৭.০০ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯ জন। এদের মধ্যে তিনজন শিশু।

  • মাল নদীতে আগেও হড়পা বান এসেছে।
  • পাহাড়ি নদীতে হড়পা বান আসে জেনেও নদী গর্ভে নেমেছিলেন অনেকে।
  • প্রশাসন তীর ও ঘাট থেকে বিসর্জন দেখার ব্যবস্থা করেছিল।

বিস্তারিত খবর পড়ুন

বিষাদ সকাল মালবাজারে। নিখোঁজ কত এখনও সঠিক তথ্য নেই। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনকে সবরকম সাহায্যের নির্দেশ দেন তিনি।

বুধবার রাতে বিসর্জন উপলক্ষে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে মালবাজারের ঘাট ও মাল নদীর তীরে প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করা হয়। তবে অনেকে নদীর উপর যেখানে জলের ভাগ কম ও চড়া পড়ে আছে সেখানে চলে আসেন। মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আসে হড়পা বান। যারা কোনওরকমে উঠতে পেরেছেন তারা বেঁচেছেন। সবার চোখের সামনে অনেকে ভেসে গেছেন।

বর্ষার সময় পাহাড়ি এলাকা থেকে ডুয়ার্সের দিকে নেমে আসা নদীগুলির চেহারা থাকে ভয়ঙ্কর। দুর্গাপূজার আগে থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়। গত দুদিন ধরে ভুটান পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়েছে। সেই কারণেই মাল নদীতে হড়পা বান আসে। সেই বানে বিপর্যয় ঘটে গেছে মালবাজারে।

বিজয়া দশমীতে অন্যান্যবারের মতো এবছরও মাল নদীতেই বিসর্জনের ব্যবস্থা করা হয়। দুপুরের পর থেকে মাল নদীর ঘাটে ও তীরে আসতে থাকে একের পর এক প্রতিমা। শুরু হয় বিসর্জন।

বুধবার রাত ৮টা নাগাদ যখন বিসর্জন চলছে তখনই মাল নদীতে হড়পা বান আসে। প্রবল স্রোতে নদীর মধ্যে নামা বহুজন ভেসে যান। হড়পা বানের ছবি দেখে রাজ্যবাসী শিউরে উঠেছেন।