Jalpaiguri: ভুটানে গর্জন বজ্র ড্রাগনের, ডুয়ার্সে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায় ভুটান পাহাড়ের হড়পা বানের আতঙ্ক। রবিবার প্রতিবেশি দেশ ভুটানে রাতভর প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন পাহাড়ি নালা ও নদীতে প্রবল জলস্রোত নেমে আসে।…

উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায় ভুটান পাহাড়ের হড়পা বানের আতঙ্ক। রবিবার প্রতিবেশি দেশ ভুটানে রাতভর প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন পাহাড়ি নালা ও নদীতে প্রবল জলস্রোত নেমে আসে। সেই হড়পা বানের ধাক্কায় জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা হয়ে ডুয়ার্সের ট্রেন লাইনে ক্ষতিগ্রস্থ। সোমবার সকাল থেকে সাময়িক বন্ধ ট্রেন চলাচল। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে।

ডুয়ার্সে ভারী বৃষ্টি হচ্ছে। জলমগ্ন বানারহাট। প্রায় পাঁচ হাজার পরিবার দৈনন্দিন। ভুটান পাহাড় থেকে জল হাতিনালা উপচে বানারহাট, বিন্নাগুড়িতে বন্যা পরিস্থিতি তৈরি করেছে বানারহাট স্টেশনের কাছে লাইনে ধস নামে। রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বানারহাটের ভারত-ভুটান আন্তর্জাতিক সড়ক, রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর দিয়ে পাহাড়ি ঝোরা বয়ে গেছে।

ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস জানাচ্ছে,সামতসে জেলায় সাম্প্রতিক ক্রমাগত ভারী বৃষ্টিপাতের ফলে একটি স্থানীয় নদীতে জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে এর গতিপথে একটি অপ্রত্যাশিত পরিবর্তন ঘটেছে। ড্রামজম ব্রিজের কাছে জলস্তর বেড়েছে। এখানে পাহাড়ি নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এই আকস্মিক স্থানান্তরের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভুটানের বন্যার প্রভাব পড়েছে জলপাইগুড়ির বানারহাট ১ গ্রাম পঞ্চায়েতে। বানারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর দাস জানান পুজোর মুখে ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।