Jalpaiguri: ধূপগুড়িতে বিজেপি এগিয়ে ‘ডু অর ডাই পরিস্থিতি’ বললেন গৌতম দেব

ধূপগুড়িতে তৃণমূল নাকি বিজেপি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ইভিএমে। তবে পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এগিয়ে। আর প্রথম রাউন্ডের ইভিএম গণনাতেও তারাই এগিয়ে যাচ্ছে। এদিকে পোস্টাল…

ধূপগুড়িতে তৃণমূল নাকি বিজেপি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ইভিএমে। তবে পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এগিয়ে। আর প্রথম রাউন্ডের ইভিএম গণনাতেও তারাই এগিয়ে যাচ্ছে। এদিকে পোস্টাল গণনায় টিএমসির ঘাড়ে কামড় বসিয়েছে সিপিআইএম। সবমিলে জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) ধূপগুড়ির উপনির্বাচন ভোট ফলাফল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী ও শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। তিনি তৃণমূলের তরফে ধূপগুড়িতে দায়িত্বপ্রাপ্ত। তিনি বলেছেন ডু অর ডাই পরিস্থিতি। ধূপগুড়ির বিজেপি বিধায়কের প্রয়াত হন। সেই কারণে গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে।

প্রথম রাউন্ডের শেষে ১৫৭১ টি ভোটে বিজেপি এগিয়ে। তৃণমূলের চিন্তা বাড়ছে। আর ধূপগুড়িতে জয় ধরে রাখবে দল বলছে বিজেপি। বাম প্রার্খী তিন নম্বরে। উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

   

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল কোন দিকে যাবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, পোস্টাল গণনায় বিজেপি পেয়েছে ৪১৮টি ভোট। তৃণমূল পেল ১৬০টি ভোট আর সিপিআইএম পেল ১২৭টি ভোট। ধূপগুড়িতে রয়েছে মোট বুথ ২৬০টি। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। আর নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।