Tripura: ত্রিপুরায় মুসলিম অধ্যুষিত কেন্দ্রে ‘হিন্দুত্ববাদী’ বিজেপির চমক, গণনা বয়কট বাম শিবিরের

বাম শিবিরের হাতে থাকা আসন বক্সনগর ছিনিয়ে নিল বিজেপি। আর নিজেদের দখলে রেখে দিল ধনপুর কেন্দ্র। ত্রিপুরায় (Tripura) দুটি আসনের উপনির্বাচনে শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোট…

বাম শিবিরের হাতে থাকা আসন বক্সনগর ছিনিয়ে নিল বিজেপি। আর নিজেদের দখলে রেখে দিল ধনপুর কেন্দ্র। ত্রিপুরায় (Tripura) দুটি আসনের উপনির্বাচনে শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ এনে গণনা বয়কট করেছে সিপিআইএম। ভোটের ফল বলছে, বিধানসভায় আরও কমল বাম শিবির। এ রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত বক্সনগরে হিন্দুত্ববাদী বিজেপির জয় চমকপ্রদ। আর ধনপুর কেন্দ্রে জয়ী বিজেপির বিন্দু দেবনাথ।

উপনির্বাচনের ভোট গ্রহণের পরেই রাজ্য সিপিআইএম সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সন্ত্রাসের অভিযোগ তোলেন। গণনা বয়কট করে বামফ্রন্ট। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

বক্সনগর কেন্দ্রটি বিধানসভা ভোটে সিপিআইএমের দখলে ছিল। বিধায়কের মৃত্যুর কারণে হয় উপনির্বাচন। সেই বক্সনগরে ৩০৩২৬ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী তফাজ্জ্বল হোসেন। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগরে বাম পরাজয়ে আগরতলার রাজনৈতিক মহল আলোড়িত। আর ধনপুরে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি। বিধায়ক প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় বিধায়ক পদ ছেড়ে দেন। তাই উপনির্বাচন। এখানে জয় ধরে রাখল বিজেপি। ধনপুর গত ২০১৮ সাল পর্যন্ত টানা ২৫ বছর বাম দখলে ছিল। এই কেন্দ্র থেকে একটানা কুড়ি বছর মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানিক সরকার।

ত্রিপুরায় উপনির্বাচনের ফলাফলে বাম শক্তির সাংগঠনিক দূর্বলতা উঠে এসেছে। তবে সিপিআইএম ব্যাপক ভোট সন্ত্রাসের অভিযোগ করে। এ রাজ্যে টানা পঁচিশ বছর বাম সরকার ছিল। ২০১৮ সালে পরিবর্তন হয়। বিজেপি সরকার গড়ে। তারা পরপর দুবার সরকার ধরে রেখেছে। সর্বশেষ ২০২৩ সালের যে বিধানসভা ভোট হয়ে গেছে তাতে বিরোধী আসনেও নেই সিপিআইএম। গত ভোটে রাজ্যে বাম-কংগ্রেস জোট হয়েছিল। সেই সূত্রে উপনির্বাচনে কংগ্রেস সমর্থন করে বাম শিবিরকে। আর প্রধান বিরোধী দল তিপ্রা মথা প্রথমে বিজেপি বিরোধী অবস্থান নিয়েও পরে বিজেপিকে সমর্থন করে। তারা ভোটে লড়াই করেনি।