G 20: দিল্লিতে মোদী-হাসিনার রুদ্ধদ্বার বৈঠক হবে, কূটনৈতিক মহলে চমক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বারোটা নাগাদ পালাম বিমানবন্দরে এসে পৌঁছাবেন। দিল্লিতে এসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এর সঙ্গেই G20 এর…

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বারোটা নাগাদ পালাম বিমানবন্দরে এসে পৌঁছাবেন। দিল্লিতে এসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এর সঙ্গেই G20 এর সদস্য না হওয়া সত্বেও তিনি বৈঠকে আমন্ত্রিত। আগামী শনি ও রবিবার দিনটিও শেখ হাসিনার পক্ষে বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে যে বিষয়টি আলোচনায় কেন্দ্রে তা হল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। দেড় ঘন্টা ধরে চলবে এই বৈঠক। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কয়েকটি প্রকল্পের উদ্বোধন হতে পারে। গবেষণা খাত থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময়। এই বিষয় গুলোতে সমঝোতা চুক্তির পাশাপাশি টাকা ও রুপি লেনদেনের বিষয় একটি চুক্তি স্বাক্ষর করা হবে।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অন্যদিকে যোগাযোগ ও বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন দুই প্রধানমন্ত্রী। G20 সম্মেলনে যদিও বাংলাদেশ সদস্য নয় তবুও এই সম্মেলনে শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কমপক্ষে দুটি অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। G20 সদস্য না হওয়ার সত্বেও আমন্ত্রিত সদস্য হিসেবে দিল্লি আসছেন শেখ হাসিনা যা বাংলাদেশের পক্ষে বেশ তাৎপর্যপূর্ণ।