Jalpaiguri: তৃণমূলী মিতালি কেন দলে? ভোটের আগেই বিজেপি সমর্থক বিক্ষোভে গরম ধূপগুড়ি

ধুপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায় তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। উপনির্বাচনের একদিন আগে তার দলত্যাগ ইস্যুতে গরম জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে…

ধুপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায় তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। উপনির্বাচনের একদিন আগে তার দলত্যাগ ইস্যুতে গরম জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে ভোটের আবেদন করেছিলেন মিতালি। রবিবার হঠাৎ তার দল পরিবর্তন। তবে প্রাত্তন বিধায়ককে নিয়ে বিজেপির অভ্যন্তরে চলছে বিক্ষোভ।

আরও পড়ুন: Jalpaiguri: প্রাক্তন তৃণমূল বিধায়ক গেলেন বিজেপিতে, ধূপগুড়িতে বাম কর্মীরা ফের চাঙ্গা

   

আগামী ৫ই সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন। তার আগেই প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা রীতিমতো শোরগোল ফেলেছে। বাম জমানায় সিপিআইএমের দখলে ছিল ধূপগুড়ি। সরকার থেকে চলে গেলেও এই কেন্দ্রটি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাম দখলেই ছিল। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃ়ণমূলের দখলে ছিল ধূপগুড়ি। সেই সময় মিতালি রায় বিধায়ক ছিলেন। ২০২১ সালে বিজেপির বিষ্ণুপদ রায়, যার প্রয়াণ ঘটেছে, তাঁর কাছে তিনি হেরে যান। বিজেপি বিধায়কের প্রয়াণে হচ্ছে উপনির্বাচন।

প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের দাবি তৃণমূল তার সঙ্গে কোনও যোগাযোগ রাখছিল না। তিনি দল বদল করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে। মিতালি রায়ের বিজেপিতে যোগদানের পর বিক্ষোভ ছড়িয়েছে। বিজেপি সদস্যদের দাবি তাদের অন্ধকারে রেখে, কিছু না জানিয়ে মিতালী রায়কে দলে ঢোকানো হয়েছে। সমর্থকরা শুরু করেছেন বিক্ষোভ। কেন তৃণমূলের প্রাক্তন বিধায়ককে বিজেপিতে যোগদান করানো হল এই প্রশ্ন তারা তুলছেন।

শনিবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়িতে দলীয় প্রচার সভা করেন। সেই সভাতে উপস্থিত ছিলেন মিতালি রায়। রবিবার তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এবছর মিতালি রায়কে টিকিট দেওয়া হয়নি তার পরিবর্তে নির্মল রায়চন্দ্রকে প্রার্থী করে তৃণমূল। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মিতালি রায়।

ধূপগুড়িতে তৃণমূল, বিজেপি ও বাম জোটের ত্রিমুখী লড়াই। মিতালি রায়ের দলত্যাগের ইস্যু ভোট প্রচারের শেষ পর্বে আরও গরম পরিস্থিতি করে দিল। মুকুল রায়ের বিতর্কিত মন্তব্য ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল এটি ধরে বাম শিবির শুরু করেছে কটাক্ষ।