Durand Cup Final : ১-০ গোলে জয়ী মোহনবাগান

Durand Cup Final :১৯ বছর অর্থাত কম বেশি দুই যুগ! এই দুটো যুগে বঙ্গজীবনের রাজনৈতিক রঙ পাল্টে গেছে। তবে মাঠের লড়াইয়ের রঙ একই আছে। ১৩৫…

Durand Cup Final :১৯ বছর অর্থাত কম বেশি দুই যুগ! এই দুটো যুগে বঙ্গজীবনের রাজনৈতিক রঙ পাল্টে গেছে। তবে মাঠের লড়াইয়ের রঙ একই আছে। ১৩৫ বছরের পুরনো বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেই দুই রঙের লড়াই সবুজ মেরুণ বনাম লাল হলুদ।

তাৎপর্যপূর্ণ, বাঙালির ফুটবল লড়াইয়ে এখন ফল্গু নদীর মতো মরা স্রোত নিয়ে আছে প্রথম ভারতীয় দল হিসেবে ডুরান্ট জয়ী সাদা-কালো মহমেডান। ভারতের তথা বিশ্ব ফুটবলের সর্বাধির দর্শক সমাগম হয় যে সব ম্যাচে তারই অংশীদার মোহনবাগান ও ইস্টবেঙ্গেলের বড় ম্যাচ। ডুরান্ড কাপের ফাইনালে ঘটি-বাঙালের লড়াই। মোহনবাগানি, ইস্টবেঙ্গলিরা যুবভারতীতে সামিল। চলছে গলা চিরে দু দলের সমর্থনে চিতকার। ১৯ বছর পর আরও একবার মুখোমুখি দুপক্ষ।

Read Match Report: মধুরেণ সমাপয়েৎ, বিতর্কের মুখে ঝামা ঘষে Durand Cup চ্যাম্পিয়ন মোহনবাগান

Durand Cup Final Live updates:….

  • রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ।
  • ডিমাস ডেলগাডোকে লাল কার্ড।
  • অতিরিক্ত সময় যুক্ত হল ৯ মিনিট।
  • খেলোয়াড় বদল। সাহালের বদলে মাঠে আসলেন হ্যামিল।

  • হলুদ কার্ড। কার্ড দেখলেন ভিপি সুহের।
  • বদল। মাঠে আসলেন ভান্সপল ও নিশু কুমার।
  • ওয়াটার ব্রেক।
  • ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

  • গোলল। গোল করলেন মোহনবাগানের পেট্রতোস।

  • গোলের সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের। আটকে দিলেন বিশাল কাইথ।
  • বদল মোহনবাগানের।
    আসছেন কামিন্স, বুমোসের বদল।
  • আবার কার্ড! এবার হলুদ কার্ড দেখলেন লাল-হলুদের গোলকিপার কোচ
  • লাল-হলুদের আক্রমণ। বিশালের ভরসাযোগ্য হাতে বিপদ মুক্ত হল মোহনবাগান।
  • ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। বিপদ মুক্ত মোহনবাগান।
  • আঘাত পেয়েছেন লাল-হলুদের জাভিয়ের সিভেরিও।

  • ফাউল। লাল কার্ড দেখলেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা।
  • মোহনবাগানের আক্রমণ। কিন্তু অল্পের জন্য রক্ষা পেল লাল-হলুদ।
  • খেলোয়াড় বদল মোহনবাগানের। দলে আসলেন মনবীর সিং। বসানো হল আশিষ রাইকে।
  • খেলোয়াড় বদল। বোরহা হেরেরাকে বসিয়ে দলে আনা হল ক্লেটন সিলভাকে।
  • সাদিকুর শট। অল্পের জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল। হলুদ কার্ড। কার্ড দেখলেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত।
  • লাল-হলুদের আক্রমণ। আটকে দিল বাগান রক্ষনভাগ।
  • কর্নার। মোহনবাগানের অনুকূলে।
  • শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

  • প্রথমার্ধের খেলা শেষ। গোলশূন্য থাকল ফলাফল।
  • ডিমিত্রির শট। অল্পের জন্য রক্ষা লাল-হলুদের।
  • হলুদ কার্ড দুই দলের। লাল-হলুদের থেকে কার্ড দেখলেন সাউল ক্রেসপো ও বোরহা হেরেরা। মোহনবাগানের থেকে কার্ড দেখলেন হুগো বুমোস। থাপা।
  • প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। অতিরিক্ত সময় যুক্ত হল ৪ মিনিট।
  • সিভেরিওর শট। কিন্তু না। অল্পের জন্য বল চলে গেল বাইরে।
  • ফাউল। নাওরেম মহেশকে ফাউল আশিষ রাইয়ের। ফ্রি-কিক লাল-হলুদের।
  • ফের কর্নার মোহনবাগানের। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বল চলে গেল বাইরে।
  • প্রতি আক্রমণ মোহনবাগানের। কোনোরকমে পরিস্থিতি সামাল লাল-হলুদ ডিফেন্ডারদের।
  • লাল-হলুদের জোড়ালো আক্রমণ। কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে।
  • ওয়াটার ব্রেক।
  • কাজে আসল না ফ্রি-কিক। আক্রমণে এবার মোহনবাগান।
  • সাউল ক্রেসপোকে ফাইল মোহনবাগানের সামাদের। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে।
  • কর্নার। মোহনবাগানের অনুকূলে। কাজের কাজ কিছু হল না। বল চলে গেল মাঠের বাইরে।
  • লাল-হলুদের জোঁড়ালো আক্রমণ। আটকে দিলেন বাগান ডিফেন্ডাররা। কর্নার থেকে গোল করার চেষ্টা, কিন্তু কাজে আসলো না সেই সুযোগ।
  • ক্রমশ আক্রমণ – প্রতি আক্রমন উভয় দলের। সাহালের আক্রমণ। কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন সাহাল।
  • রেফারির বাঁশি, শুরু হয়ে গেল এবারের ডুরান্ড ফাইনাল।

১৯ বছর অর্থাত কম বেশি দুই যুগ! এই দুটো যুগে বঙ্গজীবনের রাজনৈতিক রঙ পাল্টে গেছে। তবে মাঠের লড়াইয়ের রঙ একই আছে। ১৩৫ বছরের পুরনো বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেই দুই রঙের লড়াই সবুজ মেরুণ বনাম লাল হলুদ। তাৎপর্যপূর্ণ, বাঙালির ফুটবল লড়াইয়ে এখন ফল্গু নদীর মতো মরা স্রোত নিয়ে আছে প্রথম ভারতীয় দল হিসেবে ডুরান্ট জয়ী সাদা-কালো মহমেডান। ভারতের তথা বিশ্ব ফুটবলের সর্বাধির দর্শক সমাগম হয় যে সব ম্যাচে তারই অংশীদার মোহনবাগান ও ইস্টবেঙ্গেলের বড় ম্যাচ। ডুরান্ড কাপের ফাইনালে ঘটি-বাঙালের লড়াই। মোহনবাগানি, ইস্টবেঙ্গলিরা যুবভারতীতে সামিল। চলছে গলা চিরে দু দলের সমর্থনে চিতকার। ১৯ বছর পর আরও একবার মুখোমুখি দুপক্ষ।