মধুরেণ সমাপয়েৎ, বিতর্কের মুখে ঝামা ঘষে Durand Cup চ্যাম্পিয়ন মোহনবাগান

শেষ ভালো যার সব ভালো তার। Durand Cup-এ চলা যাবতীয় জল্পনার জাল কেটে খেতাব জিতল মোহন বাগান সুপার জায়ান্ট। এক গোলের ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ফাইনাল ম্যাচের।

Mohun Bagan Triumphs Over East Bengal

শেষ ভালো যার সব ভালো তার। Durand Cup-এ চলা যাবতীয় জল্পনার জাল কেটে খেতাব জিতল মোহন বাগান সুপার জায়ান্ট। এক গোলের ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ফাইনাল ম্যাচের।

রবিবার Durand Cup-এর ম্যাচ ছিল বদলার ডার্বি বনাম বদেলে ডার্বি। টুর্নামেন্টে হওয়া আগের বড় ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্টকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। মোহন জনতার কাছে এদিনের ফাইনাল ম্যাচ ছিল বদলার ম্যাচ। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বদলের ডার্বি। কারণ দীর্ঘ কয়েক বছর পর তারা জাতীয় স্তরের কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল। খেতাব জয়ের ব্যাপারে যোগ্য দাবিদার মনে হচ্ছিল দলকে। লাল হলুদ সমর্থকদের মনে জ্বলে উঠেছিল নব আশার মশাল।

   

ম্যাচের শুরুতেই চমক দিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল জেসন কামিন্সকে। তখন থেকে শুরু হয়ে গিয়েছিল মনস্তাত্বিক লড়াই। জেসনহীন মোহন বাগান সুপার জায়ান্ট বিরতির আগেই এগিয়ে যেতে পারতো। কিন্তু সতর্ক ইস্টবেঙ্গল রক্ষণ কোনো অঘটন ঘটতে দেয়নি।

এদিনের ম্যাচের নায়ক অবশ্য অস্ট্রেলিয়ার অন্য এক অ্যাটাকার দিমি পেট্রেটস। ৭১ মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেন তিনি। এটাই ম্যাচের একমাত্র এবং নির্ণায়ক গোল। এই সময় খুবই শ্লথ দেখিয়েছিল লাল হলুদ ডিফেন্সকে। সেই সুযোগটা নিয়েছে বাগান। ডার্বিতে ভুলের কোনো মাশুল হয় না। এদিনও হল না।