
ভয়াবহ। গোটা ঘর জুড়ে শুধু রক্ত আর রক্ত। পরপর খুনের ঘটনায় তীব্র আতঙ্ক কোচবিহারের শীতলকুচিতে। স্থানীয় তৃ়ণমূল কংগ্রেস নেত্রী ও তাঁর পুরো পরিবারকে কুপিয়ে খুন করা হয়েছে। ভয়ের সাথে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে।
বাড়িতে ঢুকে তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলিমা বর্মনকে খুন করে কয়েকজন। তাঁর স্বামী এবং দুই কন্যাকে কোপানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে নীলিমা বর্মন, তাঁর স্বামী ও এক কন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর এক কন্যা গুরুতর জখম।
তদন্তে নেমেছে পুলিশ। মনে করা হচ্ছে তীব্র কোনও আক্রোশ থেকে এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয়েছে শীতলকুচির ওই তৃণমূল নেত্রীর পুরো পরিবারকে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










