Snow Leopards: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি ৫ স্নো লেপার্ডের আগমন

Five Snow Leopards Join Darjeeling Zoo

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। জন্ম হল ৫টি স্নো লেপার্ডের (Snow Leopards)। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে।

নবজাতকদের বয়স এক মাস। তাদের আগমনে স্বভাবতই খুশি চিড়িয়াখানার কর্তা-কর্মীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই স্নো লেপার্ড রেয়ার এবং মর্নিং শাবকগুলির জন্ম দিয়েছে। মা ও তাদের সন্তানরা সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদাড়িতে রাখা হয়েছে। যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন পদ্মজা নাইডুর চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা ১৪।

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন