দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। জন্ম হল ৫টি স্নো লেপার্ডের (Snow Leopards)। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে।
নবজাতকদের বয়স এক মাস। তাদের আগমনে স্বভাবতই খুশি চিড়িয়াখানার কর্তা-কর্মীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই স্নো লেপার্ড রেয়ার এবং মর্নিং শাবকগুলির জন্ম দিয়েছে। মা ও তাদের সন্তানরা সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদাড়িতে রাখা হয়েছে। যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন পদ্মজা নাইডুর চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা ১৪।
PNHZ Park welcomes 5 newborn Snow Leopard cubs to our zoo family. The proud mothers Rare and Morning gave birth to 1:1 and 1:2 cubs respectively. The cubs are now 1 month old. With this, the Snow Leopard population has reached 14 in the zoo.
@CZA_Delhi @moefcc pic.twitter.com/fmdOiKAb81— Darjeeling zoo (@PnhzPark) May 23, 2023