HomeBharatSourav Ganguly: বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ

Sourav Ganguly: বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আবারও নতুন কোনো ছক কষতে শুরু করেছে বিজেপি।

- Advertisement -

জাতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে দলের সর্বেসর্বা, সব দিকই ঘুরে এসেছেন। বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বাদ পড়ার পড়ে খানিকটা রোষের মুখেই পড়েছিল কেন্দ্রের গেরুয়া শিবির। এবার বিজেপি শাসিত ত্রিপুরার (Tripura Tourism) ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলী।

আগামী জুন মাসেই ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে আসছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। আগরতলা থেকে ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার রাতে সৌরভ গাঙ্গুলীর বেহালার বাড়িতে এসে দেখা করেন। প্রথমে ত্রিপুরা সরকারের প্রস্তাব নিয়ে বিবেচনা করার কথা জানালেও, পরে রাজী হয়ে যান মহারাজ।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আবারও নতুন কোনো ছক কষতে শুরু করেছে বিজেপি। সম্প্রতি আইপিএলে দিল্লি দলের দায়িত্ব সামলে বাড়ি ফিরেছেন তিনি। আর সেই খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে হাজির ত্রিপুরা সরকারের প্রতিনিধি দল।

সূত্রের খবর, আগামী জুন মাসেই লন্ডন যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। তার আগেই ত্রিপুরা গিয়ে সরকারি চুক্তি সারবেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাংলা দলের সাথে খানিকটা দূরত্ব বাড়িয়েই ত্রিপুরা রঞ্জি দলে যোগ দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। বর্তমানে তিনি সেই দলেরই মেন্টর। আর এবার সম্পূর্ণ আলাদা আঙ্গিকে সে রাজ্যের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে আরও এক বঙ্গ সন্তান সৌরভ গাঙ্গুলীকে।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ