Bank Holiday: জুন মাসে ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, রইল তালিকা

আর কয়েকদিনের মধ্যেই পড়ছে জুন মাস। আর এই মাসেই ব্যাংকগুলিতে মোট ১২টি ছুটি (Bank Holiday) রয়েছে। তবে এই ১২টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিও। রিজার্ভ…

State Bank will employ a large number of staff, according to the published list

আর কয়েকদিনের মধ্যেই পড়ছে জুন মাস। আর এই মাসেই ব্যাংকগুলিতে মোট ১২টি ছুটি (Bank Holiday) রয়েছে। তবে এই ১২টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিও। রিজার্ভ ব্যাংকের প্রকাশিত তালিকায় জুন মাসে ১২টি ছুটির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।

জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক:
৪ জুন রবিবারের কারণে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১০ জুন দ্বিতীয় শনিবারের কারণে ছুটি থাকবে ব্যাংকগুলি।
১১ জুন রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।

   

১৫ জুন বৃহস্পতিবার রাজা সংক্রান্তির কারণে মিজোরাম এবং ওডিশায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১৮ জুন রবিবারের কারণে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২০ জুন বৃহস্পতিবার রথযাত্রার কারণে ওডিশায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৪ জুন চতুর্থ শনিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।

২৫ জুন রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
২৬ জুন খার্চি পুজো উপলক্ষ্যে ত্রিপুরাতে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৮ জুন মঙ্গলবার মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কেরল রাজ্যে ব্যাংকগুলি বন্ধ থাকবে।

২৯ জুন বৃহস্পতিবার ইদের জন্য সারা দেশে ছুটি।
৩০ জুন শুক্রবারও বেশ কিছু এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

জুন মাসে ১২ দিনের জন্য ব্যাংকগুলি বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং পরিষেবা উপলব্ধ থাকবে। গ্রাহকরা শুধুমাত্র ব্যাংকে গিয়ে কাজটা এই ১২ দিন করতে পারবেন না। তবে এটিএমে টাকা জমা দেওয়া কিংবা টাকা তোলার কাজ করতে পারবেন।