Coochbehar: দিনহাটায় তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ, তীব্র উত্তেজনা

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ও প্রার্থী বাছাই ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। কোচবিহারে (coochbehar) গুলি চলেছে বলে অভিযোগ। শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে গুলি করে কংগ্রেস সমর্থককে খুন করা হয়। এরপর শনিবার কোচবিহারে গুলি চলল বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, গুলিবিদ্ধ হয়েছে এক তৃণমূল কর্মী। তাকে দিনহাটা হাসপাতাল ভর্তি করানো হয়। পরে তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার কপালে গুলি লেগেছে বলে অভিযোগ।

   

এদিকে কোচবিহার পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে। তবে জখম ব্যক্তির আত্মীয়রা বলছেন গুলি চালায় দলেরই অপর গোষ্ঠি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন