Birbhum: নানুরে মার খেল অনুব্রতর বাহিনী, মারল কাজল শেখের দল

প্রত্যাশিতভাবেই গরম (Birbhum) বীরভূম। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হতে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠির উপর হামলা হলে। এতে অভিযুক্ত দলেরই আর এক নেতা কাজল শেখের…

প্রত্যাশিতভাবেই গরম (Birbhum) বীরভূম। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হতে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠির উপর হামলা হলে। এতে অভিযুক্ত দলেরই আর এক নেতা কাজল শেখের অনুগামীরা। এই ঘটনার কেন্দ্র নানুরের ঘিদহ গ্রাম। দুপক্ষের সংঘর্ষ ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা।

নানুর বিধানসভার বোলপুর শ্রীনিকেতন ব্লকের সিঙ্গী পঞ্চায়েতের ঘিদহ গ্রামের বাসিন্দারা আতঙ্কিত। অভিযোগ, অনুব্রত মণ্ডল গোষ্ঠির লোকজনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কাজল শেখ গোষ্ঠির কয়েকজন। ভাঙচুর করা হয় বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নূর আলমের বাড়ি৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। তাকে গ্রেফতারের পরেই জেলা তৃণমূলের নেতৃত্ব পেতে কাজল শেখ ততপর। তবে বীরভূমের দলীয় সংগঠনের সভাপতি পদে অনুব্রতকে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর কাজল শেখকে জেলা টিএমসির কোর কমিটিতে আনা হয়।

অনুব্রত বনাম কাজলের গোষ্ঠিবাজির মাঝে বীরভূমে তৃ়ণমূলে পরপর ভাঙন ধরিয়েছে সিপিআইএম। এতে চিন্তিত তৃণমূল। পঞ্চায়েত ভোট ঘিরে তৃ়ণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।