Rain Forecast: আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ ৯ জেলায়

শুক্রবার রাজ্যের কিছু জায়গায় দেখা মেলে স্বস্তির বৃষ্টির। শহর কলকাতাও ভেজে প্রবল বৃষ্টিতে। তবে এই স্বস্তি সাময়েক বলেই জানিয়েছে হাওয়া মোরগ। আগামী ২৪ ঘন্টার মধ্যে…

শুক্রবার রাজ্যের কিছু জায়গায় দেখা মেলে স্বস্তির বৃষ্টির। শহর কলকাতাও ভেজে প্রবল বৃষ্টিতে। তবে এই স্বস্তি সাময়েক বলেই জানিয়েছে হাওয়া মোরগ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম , কলকাতা , হাওড়া , হুগলি , নদীয়া , মুর্শিদাবাদ ,বীরভূম , উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় (দার্জিলিং , কালিংপং , কোচবিহার , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার) আগামী ১৫ তারিখ পর্যন্ত রিয়েছে টানা বৃষ্টির পূর্বাভাস।

আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তীব্র গরম অনুভব করবে দক্ষিণবঙ্গ। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া , বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর , পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান।