Coochbehar: পাট ক্ষেত থেকে বোমা পড়ছে কেন্দ্রীয় বাহিনীর সামনেই, দিনহাটার ওকড়াবাড়ি সন্ত্রস্ত

পাট ক্ষেত থেকে উড়ে আসছে বোমা। একটার পর একটা বোমা পড়ছে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। সেখানে সশস্ত্র জওয়ানরা আছেন। তাদের সামনেই পড়ছে বোমা। পঞ্চায়েত ভোটের…

পাট ক্ষেত থেকে উড়ে আসছে বোমা। একটার পর একটা বোমা পড়ছে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। সেখানে সশস্ত্র জওয়ানরা আছেন। তাদের সামনেই পড়ছে বোমা। পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের দিনও বুথ লুঠের চেষ্টা, গুলি চালিয়ে খুনের চেষ্টা, বাড়ি ভাঙচুর সব মিলে কোচবিহার সরগরম।

দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী নুরনাহার বিবি সহ একাধিক কংগ্রেস সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পুনর্নির্বাচনের সকালে দিনহাটার কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ আসছে। ভয়ে এবং আতঙ্কে কেঁদে ফেলেন তিনি। ওকড়াবাড়ির পাট ক্ষেত থেকে পরপর বোমা পড়ছে।

পুনর্নির্বাচনের দিন ফের রক্তাক্ত কোচবিহার। ভোটের দিন পরপর গুলি চলেছিল জেলায়। বুথের মধ্যে গুলি করে খুনের ঘটনা ঘটে। রক্তাক্ত জেলার দিনহাটা ব্লক। জেলায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক বনাম দিনহাটার তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র। 

পঞ্চায়েত পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বনাম বাইক বাহিনীরও লড়াই! কে জিতবে? এই প্রশ্ন উঠছে। আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা করছেন তারা

রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট! রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে।

পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক সন্ত্রাস, প্রাণহানি, অশান্তির অভিযোগ উঠলেও ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশী ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। দার্জিলিংয়ে সবচেয়ে কম ৬৫.৮৬ শতাংশ ভোট পড়েছে।