সোমবার মোট ৬৯৬ টি বুথে পঞ্চায়েতের পনর্নিবাচন চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। তবে শুরু হয়নি ভোটগ্রহণ পর্ব মালদার একটি কেন্দ্রে। জানা গিয়েছে, কালিয়াচকে গায়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বুথ নম্বর ১৩৫ এ ভোটগ্রহণ শুরু করা যায়নি। এক ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি।
সর্বশেষ পাওয়া খবরে এখনও অবধি শুরু হয়নি ভোটপর্ব। (সকাল ৮ টা) ভোটকর্মীরা ভোট না শুরু হওয়ার কোনও সদুত্তর দিতে পারেননি। এদিকে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে। তীব্র দাবদাহ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়েছেন নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে। শনিবার ৮ জুলাই এই বুথে পঞ্চায়েত ভোট চলে। এরপর শাসক দলের তরফে ভোট রিগিং –এর অভিযোগ আনা হয়। এই অভিযোগের ভিত্তিতেই এই বুথে হচ্ছে পঞ্চায়েত পুনর্নিবাচন।
এছাড়া, বড়জোড়া, রতুয়া, ময়নায় মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভোট শুরু হয়নি এখনও অবধি (প্রতিবেদন প্রকাশের সময়)।
আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ। জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট!
সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও আছে। তাদের হাতে মেশিনগান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা। তাদের হাতে আছে বোমা,পাইপগান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই।
রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে। তবে পুনর্নির্বাচন তালিকায় নেই রক্তাক্ত কোচবিহার।