BSF: সীমান্ত রক্ষীদের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে চলে দেদার বেআইনি কাজ। তবে সীমান্ত রক্ষীদের হাতের নাগালে আসতেই খেল খতম। এবার সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচার করতে গিয়ে…

বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে চলে দেদার বেআইনি কাজ। তবে সীমান্ত রক্ষীদের হাতের নাগালে আসতেই খেল খতম। এবার সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের কালামগছ এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত রক্ষীদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় সীমান্তের কাঁটাতার কাটছিল বাংলাদেশের এক যুবক। ওই যুবক ভারতের গরু পাচারের মতলব এঁটে ছিল। ঠিক সেইসময় বিএসএফের নজরে আসে গোটা ঘটনাটি। তারা একেরপর এক গুলি চালায় এবং ঘটনাস্থলে গুলিতে মৃত্যু হয় পাচারকারীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গরু।

পরে বিএসএফ আধিকারিকরা ফাঁসিদেওয়া পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে এই ঘটনা নতুন নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমান্ত এলাকা থেকে এই বেআইনি ভাবে গরু পাঁচার চালানো হয়। তবে এক্ষেত্রে রয়েছে সীমান্ত রক্ষীদের করা সতর্কতা।