Uttar 24 Pargana: আচমকা টর্নেডোর তাণ্ডবে শেষ সন্দেশখালির গ্রাম

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে বাংলার উপকূল এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টির নিয়ে আগেই সতর্ক করেছে আলিপুরের হাওয়া অফিস। শুক্রবার দুপুরে সুন্দরবনে দেখা গেল প্রকৃতির তাণ্ডব। মাত্র ৩০…

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে বাংলার উপকূল এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টির নিয়ে আগেই সতর্ক করেছে আলিপুরের হাওয়া অফিস। শুক্রবার দুপুরে সুন্দরবনে দেখা গেল প্রকৃতির তাণ্ডব। মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড হয়ে গেল সন্দেশখালি। সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতে হঠাৎ টর্নেডো দেখা দেয়। ৩০ সেকেন্ড স্থায়ী এই ঝড়ে চারদিক লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশোর বেশি বাড়িঘর। উপড়েছে বিদ্যুতের খুঁটি। ব্যাপক ভোগান্তি সাধারণ মানুষের।

তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। দেখা গেছে গোটা এলাকার বিধ্বস্ত অবস্থা। বেশিরভাগ বাড়ির টিনের চাল ঝড়ে উড়ে গেছে। রাস্তায় উপড়ে পড়ে রয়েছে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি।আচমকা এই টর্নেডোয় সন্দেশখালিতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

   

যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, ঘরছাড়া হয়েছেন প্রায় ২ হাজার স্থানীয় বাসিন্দা।ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণের ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন। শিশুদের দেওয়া হয়েছে শুকনো খাবার, বিস্কুট ও গুঁড়ো দুধ। বড়দের জন্য ভাত ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ঘিরে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে। কয়েক সেকেন্ডের বিধ্বংসী ঝড়ে সন্দেশখালিজুড়ে হাহাকার। মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়ে ফেলেছেন মানুষ।

উল্লেখ্য, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত বাংলার উপকূল এলাকায় ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল ঘেঁষা এলাকায় বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।