রাজ্যে তো কেবল মলয় বাতাস বইছে, আরো কিছু ঘটবে: সুকান্ত

কয়লা পাচার (Coal Scam) তদন্তে আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) আসানসোল ও কলকাতার বাড়িগুলিতে সিবিআই (CBI) অভিযান ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক দাবি বিজেপি (BJP)…

কয়লা পাচার (Coal Scam) তদন্তে আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) আসানসোল ও কলকাতার বাড়িগুলিতে সিবিআই (CBI) অভিযান ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক দাবি বিজেপি (BJP) রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদারের। তিনি বলেন, আগে আগে দেখুন কী হয়।

কয়লা পাচার তদন্তে সিবিআই অভিযানের পরই মন্ত্রী মলয় ঘটককে ইডি ডেকে পাঠিয়েছে দিল্লিতে। এর আগে ইডি হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক।

বালুরঘাটে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে তো কেবল মলয় বাতাস বইছে আগে আগে দেখুন আরো কিছু ঘটবে। তিনি বলেন চোর ধরতে আমাদের নবান্ন অভিযানে যেতে হবে।

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে চাকরির নিয়োগ সংক্রান্ত নির্দেশের সময় বলেছেন তিনি কোন দুর্নীতি নিয়োগ ক্ষেত্রে মানবেন না৷ সে প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী তো মেনে নিয়েছেন চরম দুর্নীতি হয়েছে, তার চেয়েও বড় কথা দুর্নীতি হয়েছে সেটা যে মুখ্যমন্ত্রী জানতেন। তার বড় উদাহরন উত্তরবঙ্গের এক প্রাক্তন তৃণমুল বিধায়ক তো জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর কাছে পাঁচটি নাম পাঠিয়েছিলেন এখন মুখ্যমন্ত্রী নিজে এসব বিষয়ে উৎসাহিত করেছেন। এখন সব জেনে বুঝেও নিজের দায় ঝেড়ে ফেলতে চাইছেন।

দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার গোপালগঞ্জে চোর ধরো, জেল ভরো কর্মসুচীকে সামনে রেখে বিজেপি দলের এক পথসভা থেকে গরম ভাষণ দেন সুকান্ত মজুমদার। যদিও এই স্নোগান সিপিআইএম প্রথম ব্যবহার করে। তাদের কটাক্ষ, বিজেপি স্লোগান চুরি করেছে।