
শনিবার গোটা রাজ্যজুড়ে বিশ্বকর্মা পুজো পালন হচ্ছে। এদিকে এই বিশেষ দিনে (Darjeeling) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ ডি এইচ আর এর কারশেডে পুজোর আয়োজন করল রেলকর্মীরা। জানা গিয়েছে, টয়ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর থেকেই রেল কর্মীরা ওই কারশেডে পুজো করে আসছেন।
যদিও গত দু’বছর ধরে করোনা মহামারির কারণে পুজোয় ভাটা পড়েছিল। ছোট করেই হচ্ছিল পুজো। তবে এ বছর আবারও বড় আকারে পুজো করা হচ্ছে । এদিন সকাল থেকেই টয় ট্রেনের ইঞ্জিন গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মালা দিয়ে সাজিয়ে পুজো করা হয় ।
এ বিষয়ে রেলকর্মী বিকাশ সিংহ বলেন, ‘গত দু’বছর করোনার কারণে সামান্যভাবেই পুজো করা হয়েছিল । এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে বড় করে পুজো করা হচ্ছে । তবে তারা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেছেন যাতে টয়ট্রেন পরিষেবা ভালো থাকে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় ।’
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










