ফের ধসের জেরে বন্ধ টয় ট্রেন পরিষেবা

উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফের একবার ধস নামল পাহাড়ে । তিনধারিয়ার এবং রংটং এর…

উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফের একবার ধস নামল পাহাড়ে । তিনধারিয়ার এবং রংটং এর মধ্যবর্তী এলাকায় ধস নামল শুক্রবার। ধসের জেরে আবারও থমকে গেল খেলনা গাড়ির চাকা ।

এ বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানা গিয়েছে , ধস সরিয়ে পাহাড় সমতল সংযোগকারী এনজেপি দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করতে কমপক্ষে ৯ দিন সময় লাগবে । সেক্ষেত্রে পুজোর মুখেই ফের একবার বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।

ধস নামে ৫৫ নম্বর জাতীয় সড়কে । জাতীয় সড়কের বামদিকের একটা অংশ ধসে গিয়ে টয়ট্রেনের লাইনের ওপর পড়েছে । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে টয়ট্রেন লাইন ।