Siliguri: ‘কাজ নেই, খাব কী?’-বিডিও অফিসের সামনে অবস্থান নির্মাণ কর্মীদের

Siliguri: ‘কাজ নেই, খাব কী?’- এই শ্লোগানে প্ল্যাকার্ড হাতে নিতে স্থানীয় বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল দার্জিলিং জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন। এ

Siliguri_Citu

Siliguri: ‘কাজ নেই, খাব কী?’- এই শ্লোগানে প্ল্যাকার্ড হাতে নিতে স্থানীয় বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল দার্জিলিং জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন। এছাড়াও বৃহস্পতিবার চার দফা দাবি জানিয়ে নকশালবাড়ির বিডিওকে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের শতাধিক সদস্য৷

সংগঠনের সম্পাদক বিমল পাল সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন কেটে গেলেও নদীঘাট বন্ধ হয়ে রয়েছে। নদীঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছে নির্মাণ শ্রমিকরা। কাজ না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

একই সঙ্গে নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার ভাতা বন্ধ থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ভবেন্দ্যু আচার্য, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ, বিকাশ চক্রবর্তী, রাজু সাহা সহ অন্যান্যরা৷