১ কোটিরও বেশি আয় করে রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি

শিলিগুড়ি: ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকে ওই পার্কে একাধিক পশু-পাখি নিয়ে আসা হয়৷ প্রথম দিকে…

শিলিগুড়ি: ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকে ওই পার্কে একাধিক পশু-পাখি নিয়ে আসা হয়৷ প্রথম দিকে লেপার্ড, হাতি, ময়ূর, ফিশিং ক্যাট নিয়ে আসা হয়৷ পরবর্তী সময়ে দুটি রয়েল বেঙ্গল টাইগার ওই পার্কে রাখা হয়৷

ওই দুটি বাঘের মিলনের পর সাফারি পার্কে ধীরে ধীরে রয়েল বেঙ্গলের সংখ্যা বাড়তে থাকে৷ এরপর বাঘ দেখতেই সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা বাড়ে৷ এই বাঘগুলির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল রয়েল বেঙ্গল টাইগার শীলার প্রথম সন্তান সাদা বাঘ কিকা৷ শীলাই সাফারি পার্কে তিনবার অন্তঃসত্ত্বা হয়েছে৷ সব মিলিয়ে এখন শীলার ১১ জনের সংসার৷ এরপরই ভিড় বাড়তে থাকে বেঙ্গল সাফারিতে৷

শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ বছরের ইতিহাসে এই প্রথম জানুয়ারি মাসে ১ কোটিরও বেশি টাকা আয় করেছে৷ আয়ের পাশাপাশি পর্যটকের সংখ্যার বিচারেও রেকর্ড করেছে এই পার্ক৷ গত মাসে সাফারি পার্কে ৬২ হাজার ৫২০টি টিকিট বিক্রি হয়েছে৷ যা সাফারির ইতিহাসে প্রথম৷ শুধু গত মাসেই ১ কোটি ১০ লক্ষ ৫২ হাজার ৯২০ টাকা আয় হয়েছে৷