Jharkhand: মুখ্যমন্ত্রী হয়েই মোদীকে নীরব চ্যালেঞ্জ টাইগারের, চম্পাই ছুটলেন রাহুলের সভায়

ঝাড়খণ্ডের (Jharkhand) ক্ষমতায় টাইগার। নতুন মুখ্যমন্ত্রী হয়েই আদিবাসী নেতা চম্পাই সোরেন নীরব চ্যালেঞ্জ মোদী সরকারকে। বিশেষ সূত্রে Kolkata 24×7 জানাচ্ছে, তিনি শপথ নিয়েই প্রথম সফর…

ঝাড়খণ্ডের (Jharkhand) ক্ষমতায় টাইগার। নতুন মুখ্যমন্ত্রী হয়েই আদিবাসী নেতা চম্পাই সোরেন নীরব চ্যালেঞ্জ মোদী সরকারকে। বিশেষ সূত্রে Kolkata 24×7 জানাচ্ছে, তিনি শপথ নিয়েই প্রথম সফর করছেন নিজ রাজ্যের সীমান্ত শহর পাকুড়ে। ঝাড়খণ্ডের এই জেলা শহরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাগোয়া। আর ন্যায় যাত্রা নিয়ে বাংলা থেকে আম্ত:রাজ্য সীমানা পার করে রাহুল গান্ধী পাকুড়ে যাবেন। সেখানেই ‘টাইগার’ চম্পাই সোরেনের সঙ্গে দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পশ্চিমবঙ্গের বীরভূম থেকে রাহুল গান্ধী ঝাড়খণ্ডে ঢোকার পরেই সে রাজ্যের প্রদেশ কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি এবং সিপিআইএমএলের তরফে অভ্যর্থনা জানানো হবে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যম্যন্ত্রী চম্পাই সোরেন। তাঁর উপস্থিতির জন্য পাকুড়ে বিশেষ নিরাপত্তা বলয় করা হলো। মাওবাদী উপদ্রুত রাজ্য ঝাড়খণ্ড। এই কারণে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সফরে থাকছে বিশেষ নিরাপত্তা।

বিশেষ সূত্র থেকে kolkata 24×7 আরও জেনেছে, মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার আগে তাঁর সরকারের সমর্থক কংগ্রেস বিধায়কদের কয়েকজনকে নিয়ে চিন্তিত। তবে কংগ্রেস হাইকমান্ড তাঁকে বার্তা পাঠায় সরকারে থাকা মহাজোটের সব বিধায়কদের তেলেঙ্গানায় নিয়ে যেতে। অপারেশন লোটাস থেকে সেখানকার কংগ্রেস সরকার দেবে নিরাপত্তা। সেই বিষয়ে পাকুড়েই মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও রাহুল গান্ধীর আলোচনা হবে।

বিজেপি শাসিত অসমের মতো তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর সফর রাজনৈতিক হাওয়া গরম করেছে। ইন্ডিয়া শিবিরে থাকলেও বাংলার মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধীর সাক্ষাত হয়নি। মমতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হবে না। রাহুল গান্ধীর সঙ্গে বিজেপির সরকারের মতো আচরণ করেছেন মমতা এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।