Mamata Banerjee: জমি কেলেঙ্কারিতে জেলে যাওয়া হেমন্ত সোরেনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বললেন মমতা

দুর্নীতির মামলায় জেলে যাওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজের এক্স পোস্টে সোরেনকে প্রভাবশালী আদিবাসী…

দুর্নীতির মামলায় জেলে যাওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজের এক্স পোস্টে সোরেনকে প্রভাবশালী আদিবাসী নেতা বলেছেন। জমি দুর্নীতির ইডি তদন্তে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার কিছু পরেই অবশ্য মমতা বলেছিলেন তাঁকে জেলে ঢোকানো হলে তিনি ‘জেল ফুটো’ করে বেরোবেন। মমতার এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে তিনি কি এবার গ্রেফতারির আশঙ্কা করছেন?

শুক্রবার মমতা এক্স পোস্টে লেখেন, “প্রভাবশালী আদিবাসী নেতা হেমন্ত সোরেনকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির দ্বারা প্রতিহিংসামূলক কাজটি একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র।”

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “হেমন্ত আমার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং আমি এই কঠিন সময়ে গণতন্ত্র রক্ষায় নিবেদিত হয়ে তাঁর পাশে অবিচলভাবে দাঁড়ানোর অঙ্গীকার করছি।ঝাড়খণ্ডের জনগণ এর যোগ্য জবাব দেবে এবং এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ী হবে। “

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন লেখেন, “নির্বাচিত প্রতিনিধিদের দুর্বল করার জন্য এজেন্সিগুলির নির্লজ্জ অপব্যবহারের প্রতিবাদে সংসদে উভয় কক্ষ থেকে টিএমসি ওয়াকআউট করেছে”।

বুধবার জমি জালিয়াতির মামলায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পরে ইডি গ্রেফতার করেছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে হেমন্ত সোরেন জেএমএম নেতা চম্পাই সোরেনকে মনোনীত করেছিলেন, যিনি জেএমএম-র পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হন। চম্পাই সোরেন শুক্রবার ঝাজ়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।