Alipurduar: পার্থর সঙ্গে মৌমিতার মিষ্টি ইশারায় আলিপুরদুয়ার গরম

ছবি বলে দিচ্ছে অনেক কথা। সেই ছবিতে দুজনের চোখের মিলন কতদূর পর্যন্ত এগিয়েছিল তা নিয়ে প্রবল চর্চা (Alipurduar) আলিপুরদুয়ারে। তবে আলোচনার বিষয়, তৃণমূল কংগ্রেস মহাসচিবের…

Alipurduar: পার্থর সঙ্গে মৌমিতার মিষ্টি ইশারায় আলিপুরদুয়ার গরম

ছবি বলে দিচ্ছে অনেক কথা। সেই ছবিতে দুজনের চোখের মিলন কতদূর পর্যন্ত এগিয়েছিল তা নিয়ে প্রবল চর্চা (Alipurduar) আলিপুরদুয়ারে। তবে আলোচনার বিষয়, তৃণমূল কংগ্রেস মহাসচিবের বান্ধবী তালিকায় যারা যারা আসছেন তাদের মধ্যে এমন গভীর দৃষ্টি নিয়ে আর মৌমিতার মতো আর কেই-বা পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়েছিল!

Alipurduar: পার্থর সঙ্গে মৌমিতার মিষ্টি ইশারায় আলিপুরদুয়ার গরম

পার্থ-মৌমিতা সমীকরণ কি আরও দুর্নীতির তথ্য এনে দেবে? আলিপুরদুয়ার থেকে সর্বত্র এমন চর্চা। অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ হবার সুবাদে আলিপুরদুয়ার জেলায় তৃ়ণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের মধ্যে বিশেষ ক্ষমতাশালী হন এই শিক্ষিকা। আরও অভিযোগ, শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, মৌমিতার সঙ্গে আরও এক হেভিওয়েট নেতা ও বিধায়কের সংযোগ আছে।

অভিযোগ, মৌমিতার ভয়ে জেলার সাধারণ শিক্ষক শিক্ষিকারা সিঁটিয়ে থাকতেন। মৌমিতাকে এড়িয়ে বদলির কোনও সম্ভাবনা ছিল না। সুযোগসন্ধানী মৌমিতা বামফ্রন্ট আমলে ছিলেন বাম শিক্ষক সংগঠনে। সরকার পাল্টানোর পর তৃণমূল কংগ্রেসের শিবিরে চলে আসেন। সম্প্রতি তিনি বিজেপির দিকেও ঝুঁকেছিলেন। তবে বিধানসভা ভোটের পর উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও ক্ষমতায় টিএমসি থেকে যায়। মৌমিতা আর বিজেপিমুখো হননি।

এসএসসি নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর দুজনকেই গ্রেফতার করে মুখোমুখি জেরা করছে ইডি। তদন্তে উঠে আসছে কমপক্ষে ৭০০ কোটির মালিক পার্থ চট্টোপাধ্যায়। আর অর্পিতা ২০০ কোটির মালকিন।

Advertisements

উত্তরবঙ্গ জুড়ে তৃ়ণমূল কংগ্রেসের অন্দরে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের ভয় কেন, পড়ুন

NBU: মমতা সরকারের আমলে শিক্ষা দফতরে বিপুল দুর্নীতি, গোয়েন্দা নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

এই তদন্তের মাঝে উত্তরবঙ্গ জুড়েও শিক্ষা দফতরের ব্যাপক দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে। মৌমিতার নাম উঠে আসায় তদন্তের স্বার্থে তাকেও জেরা করতে পারে ইডি।