Sangyog Yatra: উত্তরের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল অভিষেকের নব জোয়ারের তাঁবু

কালবৈশাখী ঝড়ে উড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচির (Sangyog Yatra) তাঁবু। ঝড়ের দাপটে উলটে পড়ে গার্ডরেল।

Abhishek Banerjee's Sangyog Yatra Tent Damaged in Kalvaishakhi Storm

কালবৈশাখী ঝড়ে উড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচির (Sangyog Yatra) তাঁবু। ঝড়ের দাপটে উলটে পড়ে গার্ডরেল। বৃহস্পতিবার বিকেলে আকাশ কালো করে আছড়ে পড়ে কালবৈশাখী। তাতেই আলিপুরদুয়ারের বীরপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য খাটানো একটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়।

এ দিন সন্ধ্যায় বীরপাড়ার গ্যারগান্ডা নদীর তীরে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের কর্মসূচি রয়েছে। পঞ্চায়েত ভোটে জেলার তৃণমূল প্রার্থী কারা হতে পারেন, সেই সমস্ত নাম জানতেই গ্যারগান্ডা নদীর তীরে ভোটের মাধ্যমে মনোনয়নের বিষয়টি হওয়ার কথা ছিল। তার জন্য তাঁবু খাটানো হয়েছিল। ধীরে ধীরে সেখানে বিকেল থেকে তৃণমূল কর্মীরা জমায়েতও শুরু করেছিলেন। কিন্তু তাতেই বাধ সাধে ঝড়। এ দিন বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ দমকা হাওয়ায় উড়ে যায় কর্মসূচির জন‍্য লাগান একটি তাঁবু।

যদিও তাঁবুটি এনক্লোজারের বাইরে ছিল। এনক্লোজারের ভেতরের তাঁবু ক্ষতিগ্রস্ত না হলেও পুরো চত্বরটি ঘিরে রাখা বাঁশের খুঁটি ও মণ্ডপের কাপড়ের বেড়ার একাংশ উলটে পড়ে। হাওয়ার দাপটে উলটে পড়ে একাধিক গার্ডরেল। বিকেল থেকে মাদারিহাট এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন দলীয় কর্মীরা। এ দিকে, কালচিনিতে অভিষেকের কর্মসূচি শেষ হওয়ার পর দেখা দিয়েছে অপর এক অশান্তি। ভোট দেওয়ার আগে সরিয়ে নেওয়া হয় ব‍্যালট বাক্স।যার জেরে ক্ষোভে জমেছে তৃণমূল কর্মীদের মনে।