FC Goa: ছন্দে ফেরার অঙ্গীকার, ঝড়ের বেগে দল গোছাচ্ছে গোয়া

গতবারের ফুটবল মরশুম খুব একটা ভালো কাটেনি এফসি গোয়ার (FC Goa)। শুরুটা চনমনে ভাবে করলেও ম্যাচের সংখ্যা যত বেড়েছে ততই ধরাশায়ী হতে হয়েছে তাদের।

FC Goa players celebrating a victory

গতবারের ফুটবল মরশুম খুব একটা ভালো কাটেনি এফসি গোয়ার (FC Goa)। শুরুটা চনমনে ভাবে করলেও ম্যাচের সংখ্যা যত বেড়েছে ততই ধরাশায়ী হতে হয়েছে তাদের।

যারফলে, হোঁচট খেতে খেতে পয়েন্ট টেবিলের একেবারে সাত নম্বরে গিয়ে শেষ করতে হয় তাদের। এই পরিস্থিতিতে নিজেদের হাল ফেরাতে মরিয়া এফসি গোয়া। পূর্বে আইএসএলের ফাইনাল খেলার সুযোগ হলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরন হয়নি তাদের। তাই এবার আগামী মরশুমের জন্য ট্রফি জয়ের লক্ষ্যে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করল গোয়ান ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, গত কয়েকদিন আগেই ভারতীয় দলের অন্যতম ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে বেঙ্গালুরু থেকে ছিনিয়ে দলে তুলে নিয়েছে এফসি গোয়া। যা এক কথায় বিরাট বড়ো চমক। এছাড়াও বেঙ্গালুরুর আরেক তারকা ফুটবলার উদান্তা সিং ও সই করায় তারা। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে সকলে। তবে এখানেই শেষ নয়। এখনো রয়েছে চমক। এবারের সুপার কাপ জয়ী দল ওডিশা এফসি থেকে রেইনিয়ার ফার্নান্দেজ ও জামশেদপুর থেকে বরিস সিং কে তুলে নেয় কার্লোস পেনার গোয়া।

তবে শুধু নামের উপরেই নয়, তারুণ্যের সঠিক মিশ্রন ও রয়েছে তাদের দলে। সেজন্যই সুনীল ছেত্রীদের ঘর ভেঙে একাধিক ফুটবলারকে তুলে নিয়েছে তাদের ম্যানেজমেন্ট। তাদের ই দলে রয়েছেন বেঙ্গালুরুর রিজার্ভ দলের গোলরক্ষক দীপেশ চৌহান। আগামী মরশুমে গোয়ার হয়ে তিন কাঠি সামলাবেন তিনি। দলে নতুন খেলোয়াড়দের আনার পাশাপাশি একাধিক ভালো ফুটবলারদের ছাড়তে হয়েছে তাদের। যারমধ্যে রয়েছেন আনোয়ার আলি।

সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে এটিকে মোহনবাগানে সই করবেন তিনি। অন্যদিকে বিদেশিদের মধ্যে ভরসাযোগ্য মিডফিল্ডার এডু বেদিয়ার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে গোয়ার। আগামী মরশুমে সম্ভবত অন্যদলে খেলতে পারেন তিনি। আবার দলের আরেক ফুটবলার মাকান ছোটে চলে যেতে পারেন হায়দরাবাদ এফসিতে।