Abhijit Gangopadhyay: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘বিস্ফোরক’ অভিষেক!

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে সরানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

Abhishek Banerjee and Abhijit Gangopadhyay pictured together after Supreme Court decision

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে সরানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আস্থা রয়েছে বলে জানালেন তিনি।

এই মুহুর্তে উত্তরবঙ্গ থেকে তৃণমূল নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ভোটকে ফেরাতে এবং পঞ্চায়েতে প্রার্থী বাছাই কাজে ময়দানে নেমেছেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড। এই মুহুর্তে জলপাইগুড়িতে রয়েছেন তিনি। সেখানেই তাঁকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবিষয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ভোটে লড়াই করতে না পেরে বিজেপি বিচারব্যবস্থার অল্প কয়েকজনকে কাজে লাগাচ্ছে। ২২টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

   

প্রসঙ্গত, এই মুহুর্তে স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর মধ্যে গত বছরেই তিনি একটি সংবাদমাধ্যমকে এবিষয়ে সাক্ষাৎকার দেন। যা নিয়ে প্রশ্ন উথতে শুরু করে বিভিন্ন মহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল। তখনই সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি।

এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, কোনও বিচারপতি তাঁর এজলাসে চলা মামলা নিয়ে কোনও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন, তাহলে অবিলম্বে সেই বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরিয়ে নেওয়া হোক। এমনকি সাক্ষাৎকার সম্পর্কে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামাও চেয়েছিলেন। শুক্রবার এবিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি। তিনি জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।