East Bengal: জাতীয় পর্বের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় মশালবাহিনীর

রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের (East Bengal)। কলকাতায় ডার্বি জয়ের পরেই আজ মুম্বাইয়ে জাতীয় পর্বের প্রথম ম্যাচে রামথারভেং এফসির বিপক্ষে সহজ জয় পেল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-১ গোল।

East Bengal celebrates after scoring a goal against Ramthar V in the national stage match

রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের (East Bengal)। কলকাতায় ডার্বি জয়ের পরেই আজ মুম্বাইয়ে জাতীয় পর্বের প্রথম ম্যাচে রামথারভেং এফসির বিপক্ষে সহজ জয় পেল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-১ গোল।

ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন হিমাংশু জ্যাংড়া। একটি মাত্র গোল করেন মহম্মদ রোশেল। পরবর্তী সময়ে দলের ব্যবধান কমান রামথারের এক তারকা ফুটবলার। আগামী ১লা মে লিগের দ্বিতীয় ম্যাচে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পসের মুখোমুখি হবে বিনো জর্জের ছেলেরা।

গত পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগান কে হারানোর পর থেকেই আলাদা এক ছন্দে দেখা গিয়েছে লাল-হলুদ ফুটবলারদের। তার ই প্রভাব পড়েছে আজ ম্যাচের শুরু থেকে। প্রথম দিকে দুই দলই কিছুটা রক্ষনশীল মেজাজে খেলতে শুরু করলেও ধীরে ধীরে মাঝমাঠ থেকে আক্রমণে উঠে আসতে থাকে ইস্টবেঙ্গল। যারফলে, ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হিমাংশু জ্যাংড়া।

তারপর প্রতিপক্ষের তরফে পাল্টা আক্রমণ উঠে আসলে ও তা খুব একটা কাজে দেয়নি। বরং প্রথমার্ধের শেষের দিকে প্রায় ৩৪ মিনিটের মাথায় বিপক্ষের গোলবক্সে ফাউল করা হয় লাল-হলুদ ফুটবলার কে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল তুলেনেন হিমাংশু। প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মশাল ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়াতে থাকে রামথারভেং দলের ফূটবলাররা। তবে ৬৯ মিনিটের মাথায় তৃতীয় গোল তুলে নেয় রোসেল। পরবর্তীতে বিপক্ষের তরফ থেকে ব্যবধান কমানো হলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় কলকাতার এই প্রধান। তবে পরবর্তীতে কনকাশনের জন্য ম্যাচ ছেড়ে উঠে যেতে হয় রোশেল কে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দলের এই ভরসাযোগ্য ফুটবলার। পাশাপাশি দলের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও শেষ পর্যন্ত লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় জেসিন কে।