Mohammedan SC: ব্রিগেডের জোড়া ফলা নিয়ে টুইট পোস্ট মহামেডান স্পোটিংয়ের

ভিসা জট কাটিয়ে মাঠে নেমেই সাদা কালো শিবিরের (Mohammedan SC) সমর্থকদের মন জয় করে নিয়েছেন মহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা দাউদা। দল ডুরান্ড কাপের শেষ চারে।…

Mahamedan SC

ভিসা জট কাটিয়ে মাঠে নেমেই সাদা কালো শিবিরের (Mohammedan SC) সমর্থকদের মন জয় করে নিয়েছেন মহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা দাউদা। দল ডুরান্ড কাপের শেষ চারে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪৫ মিনিটে বল পায়ে দাউদার জাদুতে মুগ্ধ ব্ল্যাক প্যান্থাররা

মালাবিয়ানদের বিরুদ্ধে অভিষেক ম্যাচে জোড়া গোল এখন সাদা কালো ব্রিগেডের জনতার নয়নের মনি হয়ে উঠেছেন দাউদা। ৩-০ গোলে কেরালাকে উড়িয়ে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান। গোটা দল ক্ষুধার্ত সিংহের মতো গর্জে চলেছে। ১৩১ তম ডুরান্ড কাপের জোরালো দাবিদার হয়ে ওঠার পিছনে মহামেডান স্পোটিং’র টাইটেলশিপে গোড়া থেকেই ধারাবাহিকতা বজায় রাখার ট্রেন্ড পড়শি দুই ক্লাবের(ইস্টবেঙ্গল – মোহনবাগান) চোখে লাগলেও হজম করতে হচ্ছে। কেরালার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৯,৮৪ মিনিটে দাউদার জোড়া গোল। ১৭ মিনিটে সেখ ফৈয়াজের গোল। গোটা টিম ছুটছে।

ডুরান্ডে সেমিফাইনালের ছাড়পত্র হাতে পাওয়ার আবহে শনিবার মহামেডান স্পোটিং ক্লাবের টুইট পোস্ট টিম স্পিরিট ‘হাই লেভেলে’ এমনটাই বোঝানোর তাগিদে। টুইট পোস্টের ছবিতে অধিনায়ক মার্কাস জোসেফ এবং চারদিন আগে সাদা কালো শিবিরে যোগ দিয়েই রাতারাতি নায়ক বনে যাওয়া স্ট্রাইকার আবিওলা দাউদার ছবি টুইট পোস্টের মাধ্যমে হুশিয়ারি ব্ল্যাক প্যাহ্নর্স ব্রিগেডের”একটি নতুন যুগের সূচনা 💪🏻⚫️⚪️

এখনও পর্যন্ত মহামেডান ত্রিনিদাদ এণ্ড টোব্যাগোর ফরোয়ার্ড তথা অধিনায়ক মার্কাস জোসেফের ধারাবাহিক পারফরমেন্স ইর্ষনীয় যেকোনো ফুটবলারের কাছে। লাগাতার ধারাবাহিকতা ধরে রেখে নিজের একশো শতাংশ নিঙড়ে দেওয়া সবুজ গালিচাতে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। সময় যত গড়াচ্ছে ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারার স্বদেশীয় মার্কাস জোসেফ আরও বেশি করে জ্বলে উঠছেন।এই কারণে গোটা সাদা কালো ব্রিগেড এবং জনতা স্বপ্ন দেখতে শুরু করেছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার।