Calcutta League: রেফারির সিদ্ধান্তে অসন্তোষ হয়ে আইএফএ শরণে কালীঘাট ক্লাব

এবারের কলকাতা লিগের (Calcutta League) শুরু থেকেই দেখা দিয়েছিল একাধিক বিতর্ক। খারাপ রেফারিং করার পাশাপাশি ম্যাচ গড়াপেটার ও অভিযোগ উঠে এসেছে একাধিকবার।

Kalighat MS

এবারের কলকাতা লিগের (Calcutta League) শুরু থেকেই দেখা দিয়েছিল একাধিক বিতর্ক। খারাপ রেফারিং করার পাশাপাশি ম্যাচ গড়াপেটার ও অভিযোগ উঠে এসেছে একাধিকবার। আবারও সেই ছবি ধরা দিল গতকাল। যেখানে নিজেদের ঘরের মাঠে কালীঘাট এমএস (Kalighat MS) দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। ঠিক কি হয়েছিল সেখানে?

আসলে ম্যাচের প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও মোহনবাগান দলের পেনাল্টি পাওয়ার সিদ্ধান্ত নিয়েই দেখা দেয় যতো গোলমাল। পরবর্তীতে সেই সুযোগ কাজে লাগিয়েই ব্যবধান কমিয়ে দলের হার রক্ষা করেন তারকা ফুটবলার সুহেল ভাট। যারফলে, শেষ পর্যন্ত ১-১ ফলাফলে শেষ হয় ম্যাচ। কালীঘাট দলের পেনাল্টি নিয়ে কোনও রকমের সমস্যা না দেখা দিলেও মোহনবাগানের পেনাল্টির সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিপক্ষ দল।

সেজন্য এবার খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে আইএফএ-র কাছে বিশেষ চিঠি পাঠাল কালীঘাট ক্লাবের কর্তারা। গতকাল ঘরের মাঠে সবুজ-মেরুন ব্রিগেডকে আটকে দিলেও একেবারেই খুশি হতে পারছে না ময়দানের এই ছোট ক্লাব। যারফলে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয় তাদের তরফে। আসলে, শুনতে অবাক লাগলেও এমন ঘটনা যে ঘটতে পারে তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল গতকাল।

যখন ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব শীর্ষকর্তা অজিত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা এই বিষয়ে আইএফএ-র কাছে একটি চিঠি দিতে চলেছি। পাশাপাশি ম্যাচের ভিডিও পাঠানো হবে আমাদের তরফ থেকে। সেই সমস্ত কিছু খতিয়ে দেখার অনুরোধ করা হবে আমাদের তরফে। পাশাপাশি তিনি আরও বলেন, এইভাবে যদি রেফারিং চলতে থাকে তাহলে আগামী দিনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বঙ্গীয় ফুটবল। যা একেবারেই বাঞ্চনীয় নয়।

তবে শুধু ক্লাব কর্তারাই নয়। গতকাল ক্ষোভে ফেঁটে পড়েছেন কালীঘাট দলের কোচও। খেলার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, আমরা নিজেদের প্রাপ্য তিনটে পয়েন্ট মাঠেই রেখে চলে আসলাম। রেফারির কিছু কিছু সিদ্ধান্ত গোটা ম্যাচকে শেষ করে দিল। বিশেষ করে মোহনবাগান দলকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।