Purba Bardhaman: তৃণমূল গোষ্ঠীবাজি, কালনা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তুতি

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত কালনা। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার অভিযোগ কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে । তাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে তৃণমূল কাউন্সিলররা তাকে বুঝিয়েছেন যে…

tmc

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত কালনা। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার অভিযোগ কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে । তাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে তৃণমূল কাউন্সিলররা তাকে বুঝিয়েছেন যে বিভিন্ন দরকারে পুরপ্রধানকে বলার চেষ্টা করেছেন কাউন্সিলররা। কিন্তু কোন কথা শুনতে নারাজ সেই পুরপ্রধান এমনই অভিযোগ ১৪ জন কাউন্সিলরের। বারবার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে বাসিন্দারা অভিযোগ করছেন পুরপ্রধানের বিরুদ্ধে।

১৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব দিচ্ছেন ঐ পুরপ্রধানের বিরুদ্ধে। রাস্তা সংস্কার থেকে শুরু করে বিভিন্ন স্তর থেকে উঠে আসা অভিযোগ শুনতে নারাজ পুরপ্রধান আনন্দ দত্ত। দীর্ঘদিন ধরেই এরকম বেহাল পরিস্থিতি কালনা পুরসভার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তাই এবার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ এসডি ওডিএমের কাছে পৌঁছে গিয়েছে ইমেইল মারফত। তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন দীর্ঘদিন বলার পরেও তিনি কোন কাজ করতে নারাজ। সেখান থেকেই খুব বাড়ছে কালনা পুরসভার এলাকাবাসীর। গোষ্ঠীদ্বন্ধে জেরবার কালনা পুরসভা। বলা যায় তৃণমূলই তৃণমূলকে অভিযোগের কাঠগড়ায় তুলে দিচ্ছে।

এসডিও ডিএম এর কাছে অভিযোগ জমা পড়ায়, পুরপ্রধানের মন্তব্য, আমার কাছে কোন অভিযোগ নেই এ ব্যাপারে হেসে হেসেই বলছেন পুরপ্রধান। তারা হয়তো এসএম এর কাছে অভিযোগ করেছে আমার কাছে করেনি। যদি আমার কাছে অভিযোগ আসে পরবর্তীতে দেখব।

এতকিছুর পরেও এত অভিযোগের পরেও হাসিমুখে মেনে নিয়েছেন সেসব অভিযোগ। সাধারণ মানুষ যার ভরসায় রয়েছেন এলাকা যার ভরসায় রয়েছে সেই কোন কথা শুনছে না। বেহাল অবস্থা কালনার পুরসভার বাসিন্দাদের। কাউন্সিলের কাছে অভিযোগ উঠলে তারা প্রধানকে বলবে এটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে তারা কোথায় যাবে কথা শুনছেন না খোদ পুরপ্রধানই।