খালি বলছে তৃণমূল চোর: মমতা

আজ নেতাজী ইন্ডোরে তৃণমূলের বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের ওই বৈঠকে উপস্থিতি দেখা গেছে। ওই বৈঠক…

আজ নেতাজী ইন্ডোরে তৃণমূলের বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের ওই বৈঠকে উপস্থিতি দেখা গেছে। ওই বৈঠক থেকে লোকসভা ভোটের প্রচারের রণকৌশলও ঠিক করা হতে পারে বলে সূত্রের খবর। এ দিনের বৈঠকে অভিষেক থাকবেন কি না তা জানতে পারা যায়নি।

ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূল চোর, দুর্নীতি দেখাচ্ছে। কয়েকটা টিভি চ্যানেলে সন্ধ্যে হলে সেজেগুজে বসে পড়ছে। আর সেখানে শিখিয়ে টাকা দিয়ে বলা হচ্ছে বল চোর ছিন্নমূলকে চোর না বললে ইডি তাদের গ্রেফতার করবে, সিবিআই তাদেরকে রেড করবে। আজ খুব হাসছেন ভাবছেন কেষ্ট জেলে,পার্থ জেলে, আমাদের আরো কয়েকজন জেলে, মানিক ভট্টাচার্য জেলে, বালু জেলে। এটাই চলবে, আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন সেলে না কোলে। এখন বিজেপি আর সিপিএম কোলবালিশ হয়ে দুলছে। অমুক দিন ওর বাড়িতে যাবে লুট করে নিয়ে চলে আসবে।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “আজকে এভাবেই চমকে ধমকে মিডিয়া থেকে শুরু করে সবাইকেই আন্ডার গান রেখে দিয়েছে দিল্লির সরকার। এ সরকার যত তাড়াতাড়ি যায় ততই মানুষের মঙ্গল। আমিতো এখনো বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হত বা ওয়াখেড়ে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলায় সব গেরুয়া পরিয়ে দিয়েছে। খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না তবে প্লেয়ারদের আপত্তিতে সেটা ঘটেনি। তাও নীলের মধ্যে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটা প্রবাদে আছে।”