NIA : ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ভাঙার চেষ্টায় ছিলেন মালদার মাতাহুর

বছর দুই আগে তদন্তকারীদের খাতায় নাম তুলেছিলেন আলাদু। ভালো নাম মাতাহুর শেখ। বাড়ি- পশ্চিমবঙ্গের মালদা জেলায়। ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (NIA) সন্দেহের তালিকায়…

NIA

বছর দুই আগে তদন্তকারীদের খাতায় নাম তুলেছিলেন আলাদু। ভালো নাম মাতাহুর শেখ। বাড়ি- পশ্চিমবঙ্গের মালদা জেলায়। ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (NIA) সন্দেহের তালিকায় সে ছিল।

Advertisements

১৬ জানুয়ারি ২০২২-এ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জাল ভারতীয় নোট (FICN) পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। আলাদুকে গ্রেফতার করার জন্য গতকাল অভিযান চালিয়েছিল এনআইএ এবং বিএসএফ- এর যৌথ দল। আর পালাতে পারেনি সে। মালদার হারুচক গ্রামের মাতাহুর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ- এর জালে।

বিজ্ঞাপন

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর মাতাহুরের নামে প্রথম অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ দায়ের হয়েছিল মালদা জেলার ডিআরআই ইউনিটের তরফে। উদ্ধার করা হয়েছিল ১ লক্ষ ৯৯ হাজার টাকার জাল নোট। ওই বছরের পরের মাস থেকে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা।

এর আগে ৪ সন্দেহভাজনের বিরুদ্ধে চার্জশীট ফাইল করেছিল এনআইএ। চারজনের মধ্যে ছিলেন মাতাহুর ওরফে আলাদু। নোট পাচার করার কাজের সঙ্গে যুক্ত ছিল সে। বাংলাদেশের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল মাতাহুরের। ভারতীয় অর্থনীতি মেরুদণ্ড ভাঙার চক্রান্তের সঙ্গেও সে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। তদন্ত এখনও চলছে।