Defence: ফের আরব সাগরে শক্তিপ্রদর্শন ‘INS Kochi’-র

অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবং শত্রুদের চোখ রাঙ্গিয়ে ফের আরব সাগরে শক্তিপ্রদর্শন ‘INS Kochi’। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) দেশীয় ডিজাইন এবং নির্মিত…

অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবং শত্রুদের চোখ রাঙ্গিয়ে ফের আরব সাগরে শক্তিপ্রদর্শন ‘INS Kochi’। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) দেশীয় ডিজাইন এবং নির্মিত গাইডেড মিসাইল ধ্বংসকারী আইএনএস কোচি (INS Kochi) চলতি মাসের ১৪ জানুয়ারি আরব সাগরে রাশিয়ান ফেডারেশন নৌবাহিনীর আরএফএস অ্যাডমিরাল ট্রিবিউটের সঙ্গে অনুশীলন করে।

নৌবাহিনী সূত্রে খবর, এই মহড়াটি দুই নৌবাহিনীর মধ্যে সংহতি এবং আন্তঃক্রিয়াশীলতা প্রদর্শন করেছিল। এই মহড়ায় দুদেশের সামরিক বাহিনীর তিনটি বিভাগই অর্থাৎ স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা ছিল।

প্রসঙ্গত, এই আইএনএস কোচি বৃহত্তম যুদ্ধ জাহাজ, যা কিনা ২০১৫ সালে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর মুম্বইতে নৌবাহিনীর ডক ইয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে এর অন্তর্ভুক্তি ঘটান। এই আইএনএস কোচির সাংকেতিক নাম হল ‘প্রকল্প ১৫ আলফা’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১ নভেম্বর ২০১৫ সালে ভারতীয় নৌবাহিনী আইএনএস কোচি থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করে। এই ক্ষেপণাস্ত্রটি ৭,০০০ টনের আইএনএস কোচি থেকে এই প্রথম- উল্লম্ব উৎক্ষেপণের সময় প্রায় পয়েন্টপয়েন্ট যথার্থতার সাথে লক্ষ্যবস্তু হিসাবে অবসরপ্রাপ্ত আইএনএস অ্যালেপ্পি নামে একটি জাহাজে আঘাত করে।

এয়ারক্র্যাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজগুলি হল নৌবাহিনীর হাতে থাকা সব চেয়ে বড় আকারের জাহাজ। শত্রুদের মোকাবিলা করতে একের পর ‘অস্ত্র’ ভারতীয় প্রতিরক্ষার সঙ্গে যুক্ত হয়েছে। তাদের মধ্যে অন্যতমই হল আইএনএস কোচি। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাণ্ডারে অন্তত ২০০টি যুদ্ধজাহাজ মজুত করতে চায় প্রতিরক্ষা মন্ত্রক।