Murshidabad Murder: সম্পর্কে অবনতি! মুর্শিদাবাদে প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক

সন্দেহ। স্রেফ সন্দেহের বশে প্রেমিকাকে কুপিয়ে খুন (Murshidabad Murder) করল যুবক। মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনা শুনলে শিউরে উঠছেন অনেকে। সুতপা কাণ্ডের সঙ্গেও এই ঘটনার মিল খুঁজে…

Murder Representative

সন্দেহ। স্রেফ সন্দেহের বশে প্রেমিকাকে কুপিয়ে খুন (Murshidabad Murder) করল যুবক। মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনা শুনলে শিউরে উঠছেন অনেকে। সুতপা কাণ্ডের সঙ্গেও এই ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ২০২২ সালের মে মাসে বহরমপুরের গোরাবাজার এলাকায় খুন হন সুতপা চৌধুরী। প্রেমিক সুশান্ত চৌধুরী ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছিল সুতপাকে। দৌলতাবাদের শনিবারের ঘটনাও খানিকটা সেরকম। সেখানে প্রেমিকা সাবিনা খাতুন কুপিয়ে খুন করল প্রেমিক মিঠু শেখ। ইতিমধ্যেই মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ফোন করে সাবিনাকে দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডেকে পাঠায় মিঠু। আচমকাই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অন্য যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে সাবিনার, এই অভিযোগ তুলে পকেট থেকে ছুরি বের করে তাকে কোপাতে শুরু করে মিঠু। ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে যায় সাবিনার। রক্তে ভেসে যায় গোটা এলাকা। স্থানীয় লোকজন এলাকায় আসার আগেই পালিয়ে যায় মিঠু।

   

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সাবিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত প্রেমিক মিঠুকে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। মিঠুর পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরে ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিঠুর। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে মাঝে মধ্যে দু’জনের মধ্যে তুমুল অশান্তিও হয়েছে।

Mamata Banerjee: ‘আরও কুকীর্তি আছে’, রাজ্যপাল আনন্দ বোসকে পেনড্রাইভের জুজু দেখালেন মমতা

২০২২ সালেও অনেকটা এই ধরনের ঘটনার সাক্ষী হয়েছিল মুর্শিদাবাদ। সম্পর্কের জটিলতার জেরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে মেসের দরজার সামনেই কুপিয়ে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী। নকল পিস্তল উঁচিয়ে আশপাশের লোককে ভয় দেখিয়ে এলাকায় ছেড়ে পালিয়েছিল সে। ঘটনার পরের দিন সমশেরগঞ্জ থেকে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। আদালত সুতপা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সুশান্তকে। তাকে ফাঁসির সাজা শোনায় আদালত।

Local Train Cancelled: রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, আজ ঘুরপথে চলবে তিন এক্সপ্রেস