Local Train Cancelled: রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, আজ ঘুরপথে চলবে তিন এক্সপ্রেস

ফের শিয়ালদহ শাখায় ট্রাফিক এবং পাওয়ার ব্লক। সেই কারণে বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। ঘুরপথে চলবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন।…

multiple-local-trains-canceled-on-Howrah-divison-18th-and-19th-May

ফের শিয়ালদহ শাখায় ট্রাফিক এবং পাওয়ার ব্লক। সেই কারণে বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। ঘুরপথে চলবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন। দমদম-ডানকুনি লাইনে ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য শনি এবং রবিবার ব্লক নেওয়া হবে। মোট ৩০০ মিনিট ব্লক নেওয়া হবে। সেই কারণে আগামী কাল, রবিবার, ১২ মে মোট দুটি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়া আজ, শনিবার তিনটি এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে।

পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদহ শাখার দমদম-ডানকুনি সেকশনে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আজ, শনিবার ১১ মে, রাত ১১টা ১৫ মিনিট থেকে আগামী কাল, রবিবার ১২ মে ভোর ৪টে ১৫ মিনিট পর্যন্ত মোট ৩০০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই জন্য আগামী কাল ভোরের দুটি ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন দুটির নম্বর – ৩২২১১ (শিয়ালদহ থেকে) এবং ৩২২১২ (ডানকুনি থেকে)।

   

ওই বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, মোট তিনটি এক্সপ্রেস ট্রেন আজ, ১১ মে শনিবার ঘুরপথে চলবে। ১২৯৮৭ শিয়ালদহ-আজমীর সুপারফাস্ট এক্সপ্রেস ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল হয়ে যাবে। ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল হয়ে যাবে। ০৩১৮৭ শিয়ালদহ-জয়নগর এক্সপ্রেসও ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল যাত্রা করবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে রেল।

Mamata Banerjee: ‘যখন ভোট আসে মমতা…’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অর্জুন সিং

রেলের আধিকারিকদের মতে, রবিবার ভোরে যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই ভোরের একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন। কাজ সমাপ্ত হলে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। সেই কারণেই সপ্তাহান্তে খুব সামান্য সময়ের জন্য ব্লক নেওয়া হচ্ছে।

Bengal Weather Report: আগামী সপ্তাহেও বাংলায় ঝড়-ঝঞ্ঝা, পূর্বাভাস হাওয়া অফিসের, জারি কমলা সতর্কতা

গত মাসে দমদমে টানা ২০ দিন ৪৮০ ঘণ্টা ব্লক নিয়েছিল রেল। ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য বেশ কিছু ট্রেন ১৮ এপ্রিল থেকে ৭ মে অবধি বাতিল করা হয়েছিল। মোট ২৪টি ট্রেন বাতিল করা হয়। এছাড়া কয়েকটি ট্রেন নির্ধারিত গন্তব্যের আগেই যাত্রা শেষ করে। কয়েকটি ট্রেন যাত্রাপথের মাঝখানের স্টেশন থেকে গন্তব্যের দিকে রওনা দেয়।

Abhishek Banerjee: রাজ্যপাল আনন্দ বোসকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের, হেস্তনেস্ত করতে নবান্নকে দিলেন পরামর্শ

তারও আগে দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য ১৬ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়। মোট ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হয়। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। সেবার রেল জানিয়েছিল, দমদম স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা জুড়ে কাজ চলবে। অত্যাধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ করা হবে।